চাকরিতে মেধাকে প্রাধান্য দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকার চাকরির ক্ষেত্রে মেধা ও মননকে প্রাধান্য দিচ্ছে। চাকরিতে নিয়োগে স্বচ্ছতা আনা হয়েছে। মেধা ও যোগ্যতা দিয়েই সব অর্জন করতে হবে। এখন আর কোনো কিছুতে তদবিরের সুযোগ নেই বলে জানান তিনি। বুধবার (৩ জুলাই) ঢাকা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কলেজের অডিটোরিয়ামে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, অভিজ্ঞ ও সুশিক্ষিত শিক্ষকরাই ঢাকা কলেজে শিক্ষকতার সুযোগ পান। ফলে এ কলেজে যারা অধ্যয়নের সুযোগ পেয়েছে, তারা শুধু মেধাবীই নয়, ভাগ্যবানও বটে। শিক্ষার্থীদের কাছে প্রত্যাশাও অনেক বেশি। ফলে শিক্ষার্থীদের অনেক বেশি দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, চিন্তার জায়গাটাতে আমরা যেন সঠিক অবস্থান নিতে পারি। এ বয়সে স্বাধীনতার চাহিদা থাকে অনেক। কিন্তু শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা জীবনকে গুছিয়ে দিয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এ কথা মনে রাখতে হবে, শৃঙ্খলা মানেই শৃঙ্খল নয়। শিক্ষার্থীদেরকে বিতর্ক, বিজ্ঞান ক্লাব, সাংস্কৃতিক ক্লাবে অংশগ্রহণ করার কথা জানান তিনি।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

অনুষ্ঠানে ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি উপহার দেন অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ। দুই মাস পরে বইটির ওপর পরীক্ষা নেয়া হবে বলেও নবীন শিক্ষার্থীদের জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকা কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। তাই এ কলেজের মান রক্ষার্থে শিক্ষার্থীদের মেধাভিত্তিক প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। বর্তমানে কলেজটিতে শতভাগ শিক্ষার্থী উপস্থিত থাকে বলে জানান তিনি।

এ সময় অনুষ্ঠানে নায়েমের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কয়েকটি সরকারি কলেজের অধ্যক্ষ এবং ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027270317077637