জঙ্গি সংশ্লিষ্টতা : ২ শাবি শিক্ষার্থীসহ গ্রেফতার ৫

সিলেট প্রতিনিধি |

সিলেটে জঙ্গি আস্তানা থেকে বোমা তৈরির সরঞ্জামসহ একটি শক্তিশালী আইইডি উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেয়া কর্মকর্তারা তাৎক্ষণিক কিছু না জানালেও অভিযানের প্রত্যক্ষদর্শী সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিল আফতাব হোসেন খান এ তথ্য দিয়েছেন।

গ্রেফতারকৃত ৫ জঙ্গিকে নিয়ে রাত সাড়ে ৮টায় নগরীর জালালাবাদ এলাকার ৪৫/১০ লোহানী হাউসে এবং রাত ৯টায় শাপলাবাগের ৪০/এ শাহ ভিলায় অভিযান চালায় পুলিশ।

এর আগে শনিবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরী ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির আঞ্চলিক প্রধানসহ ৫ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হজরত শাহজালাল (রহ.)-এর মাজারসহ সিলেটের বড় বড় স্থাপনায় হামলা করে আইএসের ঘোষিত ‘বেঙ্গল উলায়াত’র জানান দিতে চেয়েছিল। গ্রেফতারের পর তাদের মোবাইল ফোনে এমন তথ্য পাওয়া গেছে।

গ্রেফতার জঙ্গিরা হল  নব্য জেএমবির সিলেটের আঞ্চলিক প্রধান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুজ্জামান, একই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানাউল ইসলাম সাদি, মদনমোহন কলেজের শিক্ষার্থী মির্জা সায়েম, সিএনজি চালক জুয়েল ও রুবেল।

তাদের সবাইকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, আমাদের অভিযান এখনও চলছে। সংবাদ সম্মেলনে আমরা বিস্তারিত জানাব।

জানা গেছে, নগরীর মিরাবাজারের উদ্দীপন ৫১ নম্বর বাসা থেকে নাইমুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার বাবা আমিরুজ্জামান সিলেট ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার।

নগরীর জালালাবাদ এলাকার লোহানী হাউস ৪৫/১০ থেকে সাদিকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম মঈনুল ইসলাম। নগরীর বারখলা এলাকার রূপালী-১১ নম্বর বাসা থেকে সায়েমকে গ্রেফতার করা হয়।

দক্ষিণ সুরমার বাইপাস এলাকা থেকে সিএনজি চালক জুয়েল এবং মদিনা মার্কেট এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়।

২৬ জুলাই রাতে ঢাকার বঙ্গবন্ধু স্কয়ারের পাশে মোটরসাইকেল রেখে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট।

রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলের কাছে গিয়ে তিনি দেখেন, সেখানে একটি পলিথিন ব্যাগ ঝুলছে। ভেতরে ‘গ্রেনেডসদৃশ’ একটি বস্তু দেখে তিনি দ্রুত পুলিশ বক্সে খবর দেন।

ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে বোমা নিষ্ক্রিয় করে। ২৫ জুলাই প্রায় একই সময়ে পল্টন মোড়ে কে বা কারা একটি বোমা বিস্ফোরণ ঘটায়।

পুলিশ কর্মকর্তা সাইফুল বলেন, ওই ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। ওই মামলার তদন্ত করতে গিয়ে সিলেটে নব্য জেএমবির পাঁচ সদস্যকে আমরা গ্রেফতার করেছি।

পুলিশের অপর একটি সূত্রের দাবি, গ্রেফতার পাঁচজনের মোবাইল ফোনে থাকা তথ্য থেকে জানা গেছে, কথিত আইএসের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা ‘বেঙ্গল উলায়াত’ ঘোষণার লক্ষ্যে কাজ করছিল।

এ জন্য সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে হামলা করে নিজেদের অবস্থান জানান দেয়ার পরিকল্পনা করছিল।

পাঁচজনেরই সিলেটে নিজের বাসা থাকা সত্ত্বেও হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের পাশে ও নগরীর টিলাগড় এলাকায় দুটি বাসা ভাড়া নিয়েছিল তারা।

সূত্রের দাবি, চারজনকে দলে টেনেছিলেন নাইমুজ্জামান। এর মধ্যে শুধু সাদিকে তিনি সামনাসামনি দেখেছেন। অন্যদের সঙ্গে গোপন অ্যাপের মাধ্যমে তার যোগাযোগ হতো।

২০০৪ সালে হজরত শাহজালাল (রহ.) মাজারে ব্রিটিশ হাইকমিশনারের ওপর যে হামলা হয়েছিল তার চেয়েও বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল তাদের।

এমন পরিকল্পনার কথা স্বীকারও করেছে গ্রেফতার জঙ্গিরা। হামলার সব সরঞ্জামও তারা সংগ্রহ করেছিল। এগুলো উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ।

কে এ নাইমুজ্জামান : পুলিশের ভাষায় নাইমুজ্জামান নব্য জেএমবির সিলেটের আঞ্চলিক প্রধান। জামায়াত পরিচালিত নগরীর শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

স্কুলে পড়ার সময় তিনি শিবির পরিচালিত ফুলকুঁড়ির বিভিন্ন ট্রেনিংয়ে অংশ নিতেন। তার মা এ স্কুলটির শিক্ষিকা। তার বোনও ইসলামী ছাত্রশিবিরের ছাত্রী সংস্থার কর্মী।

তার সহপাঠীরা জানান, ২০১৮ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে তিনি নিয়মিত ছিলেন। এরপরই হঠাৎ অনিয়মিত হয়ে পড়েন। সহপাঠীদের তথ্যানুযায়ী তার ফেসবুকের একটি আইইডি পাওয়া গেছে।

কিন্তু সেখানে নাইমুজ্জামানের পরিবর্তে নাম ব্যবহার করেছেন সুলতান বিন আরিফ (সুলতান শেখ)। কিন্তু সেই আইইডিতে তার ছবির বদলে ভারি ভারি অস্ত্রের ছবি ব্যবহার হয়।

মঙ্গলবার বিকালে নাইমুজ্জামানদের বাড়িতে গিয়ে তার বাবা আমিরুজ্জামানের সঙ্গে কথা হয়। আমিরুজ্জামান জানান, তার ছেলে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা, তার জানা নেই। তবে মাঝেমধ্যে বাসায় তার নামাজের সাথীদের নিয়ে আসত।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0023319721221924