ঢাবিতে দোকানিকে মারধর ছাত্রলীগ নেতার

ঢাবি প্রতিনিধি |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের দোকানিকে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকানদারের নাম আজগর।

ওই ছাত্রলীগ নেতার নাম আবু সায়েম মোহাম্মদ সানাউল্লাহ ওরফে অ্যাডওয়ার্ড সায়েম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের অনুসারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে দোকানে যান সায়েম। এ সময় দোকানদারকে গালাগাল করে ক্ষিপ্ত হয়ে ওঠেন সায়েম। আজগর গালির প্রতিবাদ করলে পাঁচ মিনিটের মধ্যে দোকান বন্ধের আল্টিমেটাম দেন সায়েম। মারধরও করেন ছাত্রলীগের এই নেতা।

আজগর বলেন, ‘সায়েম ভাই প্রতিদিনই কোনো কারণ ছাড়া গালাগালি করেন। সকালে তিনি দোকানে এসে গালাগালি শুরু করেন। কেন গালাগালি করলেন, তা আমি জানি না। আমি ভাইকে বলেছি ভাই গালাগালি কইরেন না। গালাগালির জন্য আমার লোক থাকে না। তখন সায়েম ভাই আমাকে বলল, তুই থাকবি। কেউ না থাকলেও তুই থাকবি। পরে, আমি বলেছি, এভাবে গালাগালি করলে তো দোকান চালাতে পারব না।

আজগর আরও জানায়, তখন তিনি আমাকে বলেন, ‘তোর দোকান চালাতে হবে না, তুই চলে যা। পাঁচ মিনিটের মধ্যে দোকান বন্ধ করে ক্যাম্পাস ছেড়ে চলে যাবি’। কিন্তু তখন আমি কাজ করছিলাম। এর ঠিক পাঁচ মিনিট পরই আমাকে ভেতর রেখেই দোকান বন্ধ করতে শুরু করেন তিনি। আমাকে মারধরও করেন।

বিষয়টি জানতে সায়েমকে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এসএম হলের ভিপি (সহ-সভাপতি) মোজাহিদ কামাল বলেন, বিষয়টা এক সাংবাদিকের মাধ্যমে জেনেছি। সায়েম দোকানটা বন্ধ করে দিয়েছিল। আমি আজগরকে বলে দোকান খোলা রাখার ব্যবস্থা করছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতার সঙ্গে সরাসরি কথা বলে সিদ্ধান্ত জানানোর কথা বলেন তিনি।

হল প্রভোস্ট মাহবুবুল আলম জোয়ার্দার বলেন, এ ব্যাপারে কিছু জানি না। খোঁজ নিচ্ছি।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0031800270080566