দুই শিক্ষক বিদেশে থেকেও স্বপদে বহাল

লক্ষ্মীপুর প্রতিনিধি |

রামগঞ্জ উপজেলার সিরন্দী গ্রামের খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদরাসার আরবি শিক্ষক মাওলানা আতাউর রহমান ও ইংরেজি শিক্ষক রেশমা আক্তার গত দুই বছর থেকে আমেরিকা ও সুইডেনে বসবাস করলেও তারা ওই মাদরাসায় এখনও স্বপদে বহাল রয়েছেন। 

মাদরাসা সুপার মাওলানা মুরাদ হোসেন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোনাজের হোসেনকে ম্যানেজ করেই ওই দুই শিক্ষক স্বপদে বহাল রয়েছেন বলে শিক্ষার্থীদের অভিভাবকরা ২০ সেপ্টেম্বর সকালে মাদরাসার সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ শেষে এসব অভিযোগ করেন।

জানা যায়, ১৯৯০ খ্রিষ্টাব্দে গ্রামের লোকজন ঐক্যবদ্ধ হয়ে বাঁশ,কাঠ ও টিন দিয়ে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসাটি স্থাপন করেন। সেই থেকে ধারদেনা করে পরিচালিত হওয়ার এক পর্যায়ে সরকারি এমপিওভুক্ত হয়। এরপর মাওলানা মুরাদ হোসেন সুপার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে মাদরাসাটিতে বারবার সরকারি বরাদ্দ পাওয়ার পরও চরম অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। 

এ ব্যাপারে মাদরাসার সুপার মাওলানা মুরাদ হোসেন বলেন, ‘ওই দুই শিক্ষক করোনাকালীন, মাতৃত্বকালীন, মেডিকেলসহ সব ধরনের ছুটিতে রয়েছেন। হুট করে কোনো শিক্ষককে চাকরিচ্যুত করা সম্ভব নয়। গত এক মাস আগে থেকে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের বেতন-ভাতা স্থগিত করা হয়েছে। তাছাড়া ওই দুই শিক্ষককে তড়িঘড়ি করে কারণ দর্শানোর নোটিশ করলে তারা আমাদের বিরুদ্ধে মামলা করতে পারেন। তাই একটু ভেবেচিন্তে কাজ করতে হবে।’ 

রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোনাজের হোসেন বলেন,‘আমার জানামতে শিক্ষকরা একটানা তিন বছর ধরে ছুটি নিতে পারবেন। তবে ওই সময়ের ভেতর কর্মস্থলে যোগদান করলে কোনো সমস্যা নেই। কিন্তু ছুটিকালীন কোনো বেতন-ভাতা নেয়া যাবে না।’


পাঠকের মন্তব্য দেখুন
সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0023531913757324