দুর্নীতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দিলে এমপিও বন্ধ: ডিসি

দৈনিক শিক্ষাডটকম, নওগাঁ |

নওগাঁর মান্দায় এমপিওভুক্ত সব প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা ও ব্রহানী সুলতান মাহমুদ গামা। 

সোমবার (২৯ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়ামে সকল প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন। এ নির্দেশনা অমান্য করে দুর্নীতির মাধ্যমে কাউকে নিয়োগ দেয়ার চেষ্টা করলে ওই প্রতিষ্ঠান প্রধানের এমপিও বন্ধের সুপারিশ করার হুঁশিয়ারি দেন। 

জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সব সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগ বোর্ড গঠনের পর সেখানে অর্থনৈতিক লেনদেন বা স্বজনপ্রীতির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। এ এলাকায় যেনো এমন কোনো ঘটনা না ঘটে। উপজেলার প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের তাদের প্রতিষ্ঠানে মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেয়ার আহ্বান জানান।

সভায় জেলা প্রশাসক আরো বলেন, চলমান কোটাবিরোধী আন্দোলনের নামে নওগাঁয় কোনো ধরনের সহিংসতা আমাদের কাম্য নয়। এক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আরজুমান বানুর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংসদ এস এম ব্রহানী সুলতান মাহমুদ গামা, জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান, উপজেলা কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিরা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলমসহ উপজেলার ১২৮টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতিরা।


পাঠকের মন্তব্য দেখুন
ঘুষকাণ্ড চাপা দিয়ে স্কুল অডিটে মনকিউল - dainik shiksha ঘুষকাণ্ড চাপা দিয়ে স্কুল অডিটে মনকিউল শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, জাতি গঠনের প্রধান হাতিয়ার - dainik shiksha শিক্ষা একটি মৌলিক মানবাধিকার, জাতি গঠনের প্রধান হাতিয়ার মাউশি কমকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্বে লিয়াকত-অহিদুর - dainik shiksha মাউশি কমকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্বে লিয়াকত-অহিদুর নবম-দশমের পাঠ্যবইয়ের চাহিদা আপলোডের নির্দেশ - dainik shiksha নবম-দশমের পাঠ্যবইয়ের চাহিদা আপলোডের নির্দেশ ক্ষমতায় গেলে ফরম থেকে কে কোন ধর্মের সেই প্রশ্ন তুলে দেয়া হবে - dainik shiksha ক্ষমতায় গেলে ফরম থেকে কে কোন ধর্মের সেই প্রশ্ন তুলে দেয়া হবে ডাকসুতে প্যানেল বাতিলসহ ৮দফা প্রস্তাবনা ইউআরআই‘র - dainik shiksha ডাকসুতে প্যানেল বাতিলসহ ৮দফা প্রস্তাবনা ইউআরআই‘র কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0049638748168945