নিখোঁজ শিক্ষকের স্বাক্ষরে বেতন-ভাতা উত্তোলন!

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি |

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের গৌড় সোনা মসজিদ নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নুর রহমান মাসাধিককাল ধরে নিখোঁজ রয়েছেন। এ অবস্থায় স্কুলশিক্ষকদের বিরুদ্ধে প্রধান শিক্ষক এবং স্কুল সভাপতির স্বাক্ষর জাল করে বেতনভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গত ৩০ নভেম্বর বিদ্যালয়ের কাজের প্রয়োজনে কানসাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। জিন্নুর রহমানের ব্যবহূত ০১৭১৭-০৮৮৭৯৫ মোবাইল নম্বরটিও সেদিন থেকে বন্ধ পাওয়া যায়।

পরিবারিক সূত্র জানায়, নিখোঁজ হওয়ার বিষয়ে শিবগঞ্জ থানায় ১২ ডিসেম্বর তার ছেলে থানায় জিডি করেছেন। তাছাড়া গত ২৯ এপ্রিল ওই প্রধান শিক্ষক নিজে থানায় করা ডায়েরিতে উল্লেখ করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিকুল ইসলাম গত ২৭ এপ্রিল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করেন।

অন্য একটি সূত্র জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষককের সাথে সহকারী শিক্ষকদের একটি অন্তর্দ্বন্দ্ব ও বিরোধ চলে আসছিল।

অন্যদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মঈনুল ইসলাম বলেন, ওই প্রধান শিক্ষক ঢাকা গেছে এবং ঢাকা থেকে আর ফিরে আসেনি—এ সংক্রান্ত একটি জিডি হয়েছে মাত্র।

এদিকে গত ৮ ডিসেম্বর সভাপতি ও প্রধান শিক্ষকের স্বাক্ষরিত একটি বিলের মাধ্যমে সোনালী ব্যাংক শিবগঞ্জ শাখা থেকে ৭১ হাজার ৭৫৭ টাকা বেতনভাতা বাবদ উত্তোলন করেন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, প্রধান শিক্ষকের নিখোঁজের বিষয়টি স্কুল থেকে কেউ উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেননি।

সহকারী শিক্ষক মামুর হোসেন, সাদিকুল ইসলাম, মোবারক হোসেন ও আবদুর রহমান জানান, তারা মনে করেন প্রধান শিক্ষক অসুস্থ থাকায় তিনি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বেতন ভাতা কিভাবে উত্তোলিত হলো প্রশ্নের কোন জবাব দেয়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকরা।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধান শিক্ষকের স্বাক্ষর ছাড়াই নভেম্বর মাসের বিলের কাগজ তার কাছে আনা হলে তিনি প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে আসার কথা বলেন। স্বাক্ষর নিতে আর কেউ না আসলেও কিভাবে নভেম্বর মাসের বেতন উত্তোলন হলো তা তার বোধগম্য নয়।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.002830982208252