পর্যাপ্ত মজুদ থাকায় দেশে খাদ্য সঙ্কটের আশঙ্কা নেই : শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক |

পর্যাপ্ত মজুদ থাকায় দেশে খাদ্য সঙ্কটের আশঙ্কা নেই। ঈদের আগেই আয়-উপার্জনহীন মানুষকে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ মে) সকালে, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের আট জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধার কর্মকর্তাদের সঙ্গে গণভবনে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ে এ কথা জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, রোজার মাস বলে অনেক কিছু ধীরে ধীরে খুলে দেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনেই পদক্ষেপ নিয়েছে সরকার। পণ্য পরিবহণে রেল সেবা চালু ও ঈদের কেনাকাটায় সুযোগ দেয়া হবে। কিছু জেলাভিত্তিক কুটির শিল্প ও ক্ষুদ্র প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

তিনি আরও বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রভাব বিস্তারের ফলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এর ফলে সারাবিশ্বের অর্থনীতি থমকে গেছে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। মানুষকে সুরক্ষিত রেখে অর্থনীতির চাকা সচল রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। দুর্ভিক্ষ থেকে দেশকে রক্ষার জন্য উৎপাদন ও কৃষিকাজ অব্যাহত রাখতে হবে। কোনো জমি অনাবাদী রাখা যাবেনা। নানা ধরণের দুর্যোগ মোকাবিলা করেছে বাংলাদেশ তাই করোনাভাইরাসে এই দুর্যোগও দেশ মোকাবিলা করতে পারবে।

প্রধানমন্ত্রী আরও জানান, করোনা ভাইরাস মোকাবিলায় আরো ২০০০ চিকিৎসক ও ৫০০০ নার্স নিয়োগ দেয়া হয়েছে। যারা এ রোগে সেবা দিচ্ছেন তাদের প্রণোদনা দেয়ার কথাও জানান তিনি। এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে মৃতদের দাফনের কাজে নিয়োজিতদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এছাড়া, কৃষকের ধান কাটতে এগিয়ে আসায় ছাত্রলীগ-কৃষকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রশংসা করেন তিনি। মাস্ক ব্যবহারের প্রতি গুরুত্ব দিয়ে সকলকে সচেতনতার আহ্বান জানান প্রধানমন্ত্রী।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026481151580811