পাঠ্যপুস্তকের চেয়েও বড় শিক্ষা মনুষ্যত্বের শিক্ষা : সেলিনা হোসেন

নিজস্ব প্রতিবেদক |

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, পাঠ্যপুস্তকের শিক্ষার চেয়েও বড় শিক্ষা হচ্ছে মনুষ্যত্বের শিক্ষা।

সোমবার (১০ জানুয়ারি) গাজীপুর সদর  উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কচি-কাঁচা একাডেমির ৩০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

কচি-কাঁচা একাডেমির ৩০ বছর পূর্তি উৎসব

সেলিনা হোসেন কচি-কাঁচাদের উদ্দেশ্যে বলেন, পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি বাইরের শিক্ষা গ্রহণ করে তোমরা মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে একেকজন বড় মানুষ হবে, স্কুলে যা পড়াবে, বাড়িতে বাবা-মা যা পড়াবে তার পাশাপাশি এইসব জিনিস শিখবে, একজন বয়োজ্যেষ্ঠকে শ্রদ্ধা করবে, একজন রুগ্ন দরিদ্র মানুষকে সহায়তা করবে। বাবা-মা'র কাছ থেকে একটু কিছু নিয়ে তোমরা মানুষকে উপকার করার মাধ্যমে নিজের জগতকে পূর্ণ করবে, এভাবেই আগামীর বাংলাদেশ গড়বে। আমাদের সামনে ঐতিহ্যের দরজা খুলে দেবে। মনে রাখবে, ভালো রেজাল্ট জীবিকার জন্য কাজে লাগবে কিন্তু মনুষ্যত্বের শিক্ষা মানুষের পাশে দাঁড়ানোর জন্য।" 

কচি-কাঁচা একাডেমির ৩০ বছর পূর্তি উৎসবে বক্তব্য রাখছেন সাহিত্যিক সেলিনা হোসেন

তিনি কচি-কাঁচাদের উদ্দেশ্যে আরও বলেন, আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। ইংরেজি ভাষা শেখো, আরও দশটা ভাষা শেখো তাতে কোন ক্ষতি নেই, কিন্তু মাতৃভাষাকে আরও ভালো করে শিখতে হবে। মাতৃভাষার মধ্যে নিজের শেকড়ের সন্ধান পাবে।  

কচি-কাঁচা একাডেমির প্রতিষ্ঠাতা সাংবাদিক, শিশু-সংগঠক ও শিক্ষাবিদ প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গাজীপুর জেলার  সাংস্কৃতিক ব্যক্তিত্ব শব্দ সৈনিক লিয়াকত চৌধুরী, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব অসীম বিভাকর, কচি-কাঁচা একাডেমির প্রধান শিক্ষক আফরোজা খানম এবং অভিভাবকদের পক্ষ থেকে জনাব বিলকিস সুলতানা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জেরিন তাসনিম। 

সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রাক্তন কচি-কাঁচা ফোরামের সাবেক আহবায়ক, ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি’র সদস্য সচিব ও ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সিরাজুল হক। দেওয়াল পত্রিকা '৩ দশে ৩০' এর মোড়ক উন্মোচন করেন প্রাক্তন কচি-কাঁচা ফোরামের সভাপতি ডাঃ সোহানা সরকার। 
আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রাক্তন কচি-কাঁচা ফোরামের সাধারণ সম্পাদক আল আমিন বিন আকন্দ। এছাড়া, অন্যান্য কর্মসূচির মধ্যে প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদেরকে কৃতিত্বপূর্ণ ফল ও শ্রেষ্ঠ উপস্থিতির জন্য পুরস্কৃত করা হয়, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয় এবং কচি-কাঁচাদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুকাভিনয়।

উৎসবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0050380229949951