পুলিশের লাঠিপেটা নয়, প্রাথমিক শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিন : সিরাজুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |

লেখক, গবেষক, শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘পুলিশের লাঠিপেটা নয়, প্রাথমিক শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিন।’ বুধবার গ্রেড পরিবর্তন এবং বেতন বৃদ্ধির দাবিতে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে পুলিশের বাধা দেয়া প্রসঙ্গে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

সিরাজুল ইসলাম বলেন, ‘আমাদের মূল ভরসা শিক্ষার ওপর। এই জনসংখ্যাকে শিক্ষা ছাড়া কোনোভাবেই মানবসম্পদে রূপ দেয়া সম্ভব নয়। শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয়া সময়ের দাবি।’

শিক্ষার উন্নয়ন এবং রাষ্ট্রব্যবস্থার দায় প্রসঙ্গে সিরাজুল ইসলাম বলেন, ‘শিক্ষকদের বেতন বাড়ানো, তাদের মর্যাদা বাড়ানোই ছিল শিক্ষার উন্নয়নের মূল চাবিকাঠি। এটি রাষ্ট্র বুঝতে পারেনি। শিক্ষকদের মর্যাদা না দিয়ে আপনি শিক্ষার মান বাড়াবেন কী করে? এ কারণেই আমি বলছি, পুলিশের লাঠিপেটা নয়, প্রাথমিক শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দিন। প্রাথমিক শিক্ষা এবং শিক্ষকদের খুব অবহেলা করা হয়েছে।’

শিক্ষকদের বৈষম্য তুলে ধরে তিনি বলেন, ‘কলেজ বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতাও বেশি। এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা কোচিং ব্যবসা, বেসরকারি প্রতিষ্ঠানেও ক্লাস নেন। তুলনামূলকভাবে তাদের অবস্থা অনেক ভালো। কিন্তু বিপুলসংখ্যক শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন, অথচ তাদের যথাযথ মূল্যায়ন নেই।’

সিরাজুল ইসলাম বলেন, ‘সমগ্র জনসমষ্টিকে শিক্ষিত করে তোলার পেছনে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবদানেই সবচেয়ে বেশি। আমরা বারবার বলে আসছি, প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন করতে হবে। ধনীর সন্তানেরা বেসরকারি দামি স্কুলে পড়বে, আর গরিবের সন্তানদের জন্য সরকারি প্রাথমিক এই চিন্তা বাতিল করতে হবে।’

‘শিক্ষার বাণিজ্যিকীকরণের কারণে সাধারণ ঘরের সন্তানরা কূল পাচ্ছে না। যারা টাকা আছে, সেই ভালো শিক্ষা ক্রয় করতে পারছে। রাষ্ট্রের উদাসীনতার কারণেই এমন হচ্ছে। রাষ্ট্র দায়িত্ব নিলে এই বৈষম্য থাকত না। আবার বেসরকারি প্রতিষ্ঠানে যারা পড়ছে, তাদের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন আছে। এমন শিক্ষা ব্যবস্থার ওপর একটি জাতি দাঁড়াতে পারে না। জাতি দাঁড়ালেও ভঙ্গুর মেরুদণ্ড দৃশ্যমান হয়’- যোগ করেন এই শিক্ষাবিদ।

বুধবার গ্রেড পরিবর্তন ও বেতন বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের পূর্বঘোষিত সমাবেশে বাধা দেয় পুলিশ। শিক্ষকরা শহীদ মিনারের সামনে থেকে সরে গিয়ে পাশেই অবস্থান নেন। এ সময় পুলিশের লাঠিচার্জে ১০ জন আহত হন বলে শিক্ষক নেতারা দাবি করেছেন।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0025961399078369