প্রধান শিক্ষক স্বামীর জোরে অনুপস্থিত থেকেও শিক্ষিকার এমপিও ভোগ

মেহেরপুর প্রতিনিধি |

অনুপস্থিত থেকেও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর করে এমপিও বাবদ বেতন-ভাতা উত্তোলন করছেন মেহেরপুরের গাংনীর এইচ এস সি কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনোয়ারা খাতুন। শিক্ষিকার অনুপস্থিতির বিষয়ে জানেন স্কুল সংশ্লিষ্ট সবাই। কিন্তু অভিযু্ক্ত শিক্ষিকার স্বামী আসাদুজ্জামান প্রধান শিক্ষক হওয়ায় ভয়ে প্রতিবাদ করতে পারছেন না স্কুল সংশ্লিষ্টরা।

জানা গেছে, সহকারী শিক্ষিকা আনোয়ারা খাতুনকে দু-একজন শিক্ষার্থী ছাড়া কেউ চেনে না। কোন  বিশেষ প্রয়োজন ছাড়া বিদ্যালয়ে আসেননা তিনি। এমনটাই জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। নামপ্রকাশে অনিচ্ছুক ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী দৈনিক শিক্ষাকে জানায়, শিক্ষিকা আনোয়ারা খাতুনকে ক্লাসের দু একজন বাদে কেউই চেনেনা। কারণ তিনি বিদ্যালয়ে আসেননা। পরীক্ষা শুরু হয়েছে একারণে গত দুদিন ধরে স্কুলে আসছে। 

নবম শ্রেণির এক শিক্ষার্থী জানান, সহকারী শিক্ষিকা আনোয়ারা খাতুন তাদের বাংলা ক্লাস নিতেন কিন্তু তিনি মাসের পর মাস অনুপস্থিত থাকায় পড়াশুনা হচ্ছেনা শিক্ষার্থীদের।  

এ বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষিকা আনোয়ারা খাতুন অভিযোগ স্বীকার করে দৈনিক শিক্ষাকে বলেন, পারিবারিক কারণে সব সময় স্কুলে আসা হয়না। বিষয়টি স্বামী ‘ম্যানেজ’ করে নেন। 

শিক্ষিকা আনোয়ারা খাতুনের স্বামী ও প্রধান শিক্ষক আসাদুজ্জামান দৈনিক শিক্ষাকে জানান, আগে অনিয়মিত হলেও এখন আনোয়ারা খাতুন নিয়মিত বিদ্যালয়ে আসে। অনিয়মিত হলেও হাজিরা খাতায় আনোয়ারা খাতুনের নিয়মিত উপস্থিতির স্বাক্ষর কেন রয়েছে জানতে চাইলে গড়িমসি করেন প্রধান শিক্ষক। এসময় হাজিরা খাতা দেখতে তা দেখাননি তিনি। 

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জসিম উদ্দীন দৈনিক শিক্ষাকে বলেন, সহকারী শিক্ষিকা আনোয়ারা খাতুন পারিবারিক কারণে অনুপস্থিত থাকতো এটা সঠিক কথা। তবে আর অনুপস্থিত যেন না থাকে তার নির্দেশনা দেয়া হয়েছে। এরপর অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেয়া হবে। 

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার দৈনিক শিক্ষাকে জানান, সহকারী শিক্ষিকা আনোয়ারা খাতুন অনুপস্থিতির বিষয়টা আমিও শুনেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, হাজিরা খাতায় না কি নিয়মিত স্বাক্ষর রয়েছে সহকারী শিক্ষিকা আনোয়ারা খাতুনের। অনুপস্থিত থেকে কিভাবে স্বাক্ষর করলো সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থাও নেয়া হবে। 

গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল এ বিষয়ে দৈনিক শিক্ষাকে বলেন, সহকারী শিক্ষিকা আনোয়ারা খাতুনের অনুপস্থিতির বিষয়টি কয়েকদিন আগে শুনেছি। তিনি অন্যায় করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026190280914307