প্রাথমিকে শিশুবান্ধব কর্মঘণ্টা প্রণয়নের দাবিতে মানববন্ধন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক |

শিশুবান্ধব অভিন্ন কর্মঘণ্টা ও পাঠ্যবই প্রণয়নের দাবিতে  বৃহস্পতিবার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সহকারী শিক্ষকদের বেতন প্রধান শিক্ষকের একধাপ নিচে নির্ধারণের দাবি জানান বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান। 

 মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, প্রাথমিকের সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যা মোটেই শিশুবান্ধব নয়।  অপরদিকে উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখা ও কিন্ডার গার্টেন বিদ্যালয়ের সময়সূচির সাথে প্রাথমিকের বিশাল ব্যবধান। বর্তমানে প্রাথমিকে ৬২৫টি বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৫০ এর নিচে। ২৫টির শিক্ষার্থী সংখ্যা ২০ এর নিচে। সারা দেশে অসংখ্য বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ১০০ এর নিচে। শিক্ষার্থী সংকটের বেহাল দশা দূরীকরণে সকল শিক্ষার্থীর অভিন্ন কর্মঘণ্টা অতীব জরুরি।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংকট দূর করতে প্রাথমিক, কিন্ডার গার্টেন, হাইস্কুলের প্রাথমিক শাখায় শিশুবান্ধব অভিন্ন কর্মঘণ্টা প্রণয়ন করতে হবে। এর ফলে শিশুরা খেলাধুলা, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে নিজেদের সম্পৃক্ত করতে পারবে। একই সাথে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শিশুবান্ধব পাঠ্য বইয়ের বিকল্প নেই। তাই, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংকট দূর করতে প্রাথমিক, কিন্ডার গার্টেন, হাইস্কুলের প্রাথমিক শাখায় শিশুবান্ধব অভিন্ন কর্মঘণ্টা ও পাঠ্যবইয়ের বিকল্প নেই। শিক্ষক নেতারা জানান, মানববন্ধন শেষে তাদের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে।

 শিক্ষক নেতারা বলেন, পাঠদানে উৎসাহিত করতে শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন করতে হবে। তাই, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন প্রধান শিক্ষকের একধাপ নিচে নির্ধারণের জোর দাবি জানিয়েছেন প্রবীণ শিক্ষক নেতা ও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিষদের ঢাকা মহানগরী আহ্বায়ক এম এ ছিদ্দিক মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, সদস্য শফিকুল ইসলাম মানিক, মো. মোকাররম হোসেন, মো. মিজানুর রহমান, মো. আলী, নারগীস আক্তার, আয়েশা খাতুন, খালেদা আকন, , এ বি এম আবদুল বাতেন জমাদার, কামরুল ইসলাম বাচ্চু প্রমুখ। 

মানববন্ধন শেষে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদের একটি প্রতিনিধি দল পরিষদের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। 


পাঠকের মন্তব্য দেখুন
১৮তম প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ - dainik shiksha ১৮তম প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫ হাজার ৪৫৬ সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন - dainik shiksha সাড়ে ৪ মাসে ১৮৮ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশেষজ্ঞরা যেসব বিষয়কে দায়ী করছেন শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ - dainik shiksha শতভাগ ফেল স্কুল-মাদরাসার বিরুদ্ধে ব্যবস্থার উদ্যোগ দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা - dainik shiksha দুর্নীতির অভিযোগে বরখাস্ত শিক্ষা কর্মকর্তা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল - dainik shiksha শ্রীপুরে গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাইয়ের প্রার্থিতা বাতিল এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী - dainik shiksha বিএনপি-জামায়াত মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয় : প্রধানমন্ত্রী please click here to view dainikshiksha website Execution time: 0.0037949085235596