প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ শেষ হয়নি দুই বছরেও

কুমিল্লা প্রতিনিধি |

ঠিকাদারের গাফিলতির কারণে দুই বছরেও শেষ হয়নি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাওরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ। আধা কিলোমিটার দূরে এক ব্যক্তির বসত বাড়িতে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) দাউদকান্দি উপজেলার মোহাম্দপুর ইউনিয়নের মাওরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মানের জন্য দরপত্র আহ্বান করে। দাউদকান্দির ‘মেসার্স ফারুক এন্টারপ্রাইজ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ৬৯ লাখ ৫৭ হাজার টাকা ব্যায়ে ভবন নির্মাণ কাজ পায়। এক বছরের সময়সীমা বেঁধে দিয়ে ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০১৮ সালের ১২ এপ্রিল। দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৩০ শতাংশ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল ভূইয়া বলেন, আমরা ২ বছর ধরে ভাড়া করা বসতবাড়িতে পাঠদান করাচ্ছি। ভাড়া করা বাড়িটিতে প্রয়োজনীয় কক্ষ ও আসবাবপত্র না থাকার কারণে দুইটি শ্রেণির পাঠদান একটি কক্ষে করতে হচ্ছে। এতে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমছে । দুই বছর আগে দু’শর উপরে শিক্ষার্থী থাকলেও এখন রয়েছে মাত্র ১৩০ জন শিক্ষার্থী।

এলাবাসীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে কাজের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

বিদ্যালয়টি সরেজমিনে ঘুরে দেখা গেছে, দুই বছরে ভবনের গ্রেডবিম পর্যন্ত কাজ করেছে ঠিকাদার। কলাম/পিলার(আংশিক) করা হলেও তা নিন্মমানের হওয়ায় হাতে ঢলা দিলে খসে পড়ছে বলে এলাকাবাসী জানান। নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী বলেন, পিলারগুলো ঢালাই করার সময় আস্তর বালুর পরিবর্তে বিট বালু দিয়ে ঢালাই করায় এখন ঢলা দিলে খসে পড়ছে।

দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী (এসও) আব্দুল কাদের বলেন, আমি আসার আগেই কাজ শুরু হয়েছে। এর মধ্যে চলতি বিলও নিয়েছে ঠিকাদার। বার বার তাগিদ দেয়ার পরও ঠিকাদার কাজ করছে না। আর পিলার গুলো টেষ্ট করে তারপর কাজ করা হবে।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী আহসান বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে এতো দিনেও বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়নি। দ্রুতগতিতে কাজ শেষ করতে ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে অনেকবার নোটিশ দেওয়া হয়েছে। তারপরেও ঠিকাদার কাজটি সম্পূর্ণ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান বলেন, ঠিকাদার কাজটি কখন শুরু করেছে তা ইঞ্জিনিয়ার সেকশন জানেননা এমনটি জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের সমন্বয়হীনতার কারণে দীর্ঘদিন কাজটি সম্পন্ন না হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। এজন্য দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ারকে জনসম্মুখে তিরস্কার করেন বলেন জানান তিনি। আর নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে হেমারিং টেষ্ট করার মাধ্যমে পরবর্তী কাজ দ্রুত শুরু করার নির্দেশ দেয়া হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.00295090675354