ফরম পূরণ করতে না পেরে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি |

পাবনার চাটমোহরে ফরম পূরণ করতে না পেরে গতকাল দুপুরে ছাইকোলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরে অধ্যক্ষসহ প্রধান গেটে তালা লাগিয়ে দেয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা কলেজ থেকে আত্মগোপনে চলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান করছিল।

সরজমিন গিয়ে কলেজ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাইকোলা ডিগ্রি কলেজে গত নভেম্বরমাসে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে ১৫১ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। ফরম ফিলাপের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেন কলেজ কর্তৃপক্ষ। কয়েকদিন আগে ফরম ফিলাপ শুরুও হয়। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার জন্য শনিবার ছিল ফরম ফিলাপের শেষ দিন। কিন্তু নির্বাচনী পরীক্ষায় ৪৫ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়।

অকৃতকার্য শিক্ষার্থীর মধ্যে থেকে গোপনে কলেজ কর্তৃপক্ষ প্রায় ৫/৬ জন ফরম ফিলাপের সুযোগ দিলেও অন্যদের না দেয়ায় বিক্ষোভ শুরু করে। পরে অকৃতকার্য শিক্ষার্থীরা তাদের শেষ বারের মতো সুযোগ দেয়ার কথা বললে অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম অপারগতা প্রকাশ করেন। পরে অকৃতকার্য ওই শিক্ষার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা আত্মগোপনে চলে যান। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে এবং কলেজ ভবনে প্রবেশের গেটে তালা ঝুলিয়ে দেন এবং বিক্ষোভ মিছিল করে।

রবিন হোসেন, আসাদুল ইসলাম, সাগর হোসেনসহ বেশ কয়েকজন অকৃতকার্য শিক্ষার্থী অভিযোগ করে বলেন, শেষবারের মতো অধ্যক্ষ স্যারের কাছে সুযোগ চেয়ে আবেদন করতে এলে তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আমরা যেন কোনোদিন পাস করতে না পারি এই দোয়া করে দেন। পরে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকরা কলেজ থেকে পালিয়ে যান বলে অভিযোগ শিক্ষার্থীদের। কেন অকৃতকার্যদের মধ্যে থেকে গোপনে ফরম ফিলাপের সুযোগ দেয়া হলো এমন অভিযোগ তোলেন তারা।

এ ব্যাপারে জানতে চেয়ে কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান বলেন, বিষয়টি শুনেছি। তাদেরকে (শিক্ষার্থী) অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.002399206161499