বদরুন্নেসা কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, ২ ছাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক |

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাহমুদা আক্তার কলিসহ দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাদিজা ইসলাম ও তার সহযোগীদের নির্যাতনে দুই শিক্ষার্থী আহত হন। এরপর সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের মধ্যে কলি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, সংঘর্ষের খবর শোনার পর পুলিশ কলেজের মূল ফটকে অবস্থান নেয়। পরিস্থিতির অবনতি হলে পুলিশের একটি দল ভেতরে প্রবেশ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগের কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা তিলোত্তমা শিকদার বলেন, বদরুন্নেসা কলেজে সংঘর্ষের ঘটনা শুনেছি। পরে কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। 

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার শেলী বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কলেজের পুরাতন হোস্টেলের ৩০৭ নম্বর কক্ষে কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাদিজা ইসলামের নির্যাতনের শিকার হন কলি নামের একজন শিক্ষার্থী। এক পর্যায়ে ভুক্তভোগী কলি অচেতন হয়ে পড়েন। পরে অন্য ছাত্রীরা ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে। আমি রাতেই ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী মাহমুদা আক্তার কলিকে নিচে পড়ে থাকতে দেখি। এক পর্যায়ে সাধারণ মেয়েরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি বলেন, ঘটনার আকস্মিকতায় খাদিজা ৪০৪ নম্বর রুমে এসে লুকিয়ে থাকে। এতে সাধারণ মেয়েরা ক্ষিপ্ত হলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বদরুন্নেসা কলেজ ছাত্রলীগ ঐক্যবদ্ধ আছে।

এ বিষয়ে বদরুন্নেসা কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাদিজা ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। 

চকবাজার থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে বদরুন্নেসা কলেজে ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। এতে তাদের দুজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0027329921722412