বাংলাদেশে উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রকল্প হাতে নিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক |

বাংলাদেশে নারী শিক্ষার উৎকর্ষ সাধন, দক্ষ গ্রাজুয়েট তৈরি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করতে দ্বিতীয় প্রজন্মের ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্প হাতে নিয়েছে বিশ্বব্যাংক।

শনিবার (২২ সেপ্টেম্বর) প্রকল্পের বিভিন্ন বিষয় স্টোকহোল্ডারদের মতামত গ্রহণের লক্ষ্যে ইউজিসি অডিটরিয়ামে এক কর্মশালার আয়োজন করা হয়। প্রায় সমাপ্ত উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)এর সফল বাস্তবায়ন ও হিট প্রকল্পের বিভিন্ন বিষয় এ কর্মশালায় তুলে ধরা হয়। 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রস্তাবিত এ প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে আঞ্চলিক নেটওয়ার্ক স্থাপন, গ্রাজুয়েটদের চাকরির বাজারে প্রবেশের ক্ষেত্রে টিচিং-লার্নিং, গবেষণা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনার মানোন্নয়ন করা। 

দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান রাখেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আখতার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মোঃ মোখলেছুর রহমান, বিশ্বব্যাংকের লিড ইকোনোমিস্ট ড. ভেঙ্কাটেশ সুন্দরারামান এবং ইউজিসি সচিব ড. মোঃ খালেদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আবদুল মান্নান বলেন, প্রস্তাবিত হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন প্রকল্পটি আঞ্চলিক নেটওয়ার্ক এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে গ্রাজুয়েটদের চাকরির বাজারে প্রবেশে দক্ষ করে তুলবে। উচ্চশিক্ষা স্তরে প্রায় ৩৮ লাখ শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন বলে জানান তিনি। এসময় পাঁচ বছর মেয়াদি প্রস্তাবিত হিট প্রকল্পের ডিজাইন ২০১৯ খ্রিস্টাব্দের জুন মাসের মধ্যে চূড়ান্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে ড. মোখলেছুর রহমান বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও উৎকর্ষ সাধনে বিশ্বব্যাংকের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। বাস্তবায়নাধীন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)-এ ইউনিভার্সিটি-ইন্ডাস্টি কোলাবরেশনের মাধ্যমে বেশ কিছু গবেষণার বিষয়ে প্যাটেন্টের জন্য আবেদন করা হয়েছে। প্রস্তাবিত হিট প্রকল্পটি বাংলাদেশের উচ্চশিক্ষার রূপান্তরের গতি তরান্বিত করবে বলে তিনি মনে করেন। তিনি অরো বলেন, বাংলাদেশে উচ্চশিক্ষার গতিকে বেগবান করার লক্ষ্যে বিশ্বব্যাংক সহায়তা অব্যহত রাখবে। গুণগতমানের টিচিং-লার্নিংয়ের পরিবেশ তৈরিতে কাজ করা হবে। শিক্ষার্থীরা চাকরির বাজারে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারে সেলক্ষ্যে বিশ্বব্যাংক কাজ করবে।

এছাড়া কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, বিশ্ব ব্যাংকের সিনিয়র এডুকেশন ইকোনোমিস্ট শিরো নাকাতা, বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা, শিক্ষাবিদ, বিভিন্ন মন্ত্রণালয় ও ইউজিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২০০৯ সালে হেকেপ প্রকল্পের কাজ শুরু হয় এবং ২০১৮ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ হবে।


পাঠকের মন্তব্য দেখুন
সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.017423152923584