বিশ্ববিদ্যালয়ের টাকায় ছাত্রলীগের ক্রিকেট টুর্নামেন্ট!

কুবি প্রতিনিধি |

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অর্থায়নে ‘মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২১’ আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে শাখা ছাত্রলীগকে। বিশ্ববিদ্যলয় প্রশাসনের টাকায় এ টুর্নামেন্ট আয়োজন হলেও ছাত্রলীগ নেতাকর্মীর বাহিরে কোন সাধারণ শিক্ষার্থী এতে অংশগ্রহণের সুযোগ পাননি। শাখা ছাত্রলীগ সভাপতির দাবি এটি তাদের দলীয় টুর্নামেন্ট সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগীতা করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয় থেকে টাকা বরাদ্দ দেয়া হলেও জার্সিতে আয়োজক হিসেবে রয়েছে ছাত্রলীগের নাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক তিনটি ছাত্র হল থেকে সর্বমোট আটটি দল খেলায় অংশগ্রহণ করতে নাম নিবন্ধন করেছে। সাত বীরশ্রেষ্ঠ ও ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নামে নামকরণ করা এসব দলে অংশগ্রহণের সুযোগ পায়নি কোন সাধারণ শিক্ষার্থী। শুধুমাত্র শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরাই এতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। এমনকি বিভিন্ন সময়ে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দেরও এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দেয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে শিক্ষার্থীদের সাধারণ শির্ক্ষাথীদের খেলতে না দিয়ে প্রশাসন বৈষম্য তৈরি করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

গতবছর আয়োজিত বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ টুর্নামেন্টের ১৯ টি দলের বেশ কয়েকজন অধিনায়কের সাথে কথা হলে তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। নামপ্রকাশে অনিচ্ছুক একটি দলের অধিনায়ক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘প্রশাসনের অর্থায়নে আয়োজিত এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়েরকোন টপ পারফর্মার নেই। শুধুমাত্র ছাত্রলীগ না করায় বঞ্চিত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এতে নিঃসন্দেহে টুর্নামেন্টের সৌন্দর্য হারাবে।’

নামপ্রকাশে অনিচ্ছুক আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘শুধুমাত্র ছাত্রলীগের জন্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বিশ্ববিদ্যালয় থেকে বরাদ্দ দেয়া হলেও ছাত্রলীগের বাহিরে কেউ খেলার সুযোগ পাচ্ছেনা। প্রশাসনের এমন বৈষম্যমূলক আচরণ কোনভাবেই মেনে নেয়া যায়না।’

এদিকে এ টুর্নামেন্টের জন্য বিশ্ববিদ্যালয় থেকে কত টাকা বরাদ্দ দেয়া হয়েছে তা জানেন না খোদ অর্থ দপ্তরের পরিচালক। বরাদ্দের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসেব দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন ভূইয়া বলেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানিনা। আপনারা ছাত্রলীগকে জিজ্ঞেস করেন কতটাকা বাজেট দেয়া হয়েছে।’ তবে দপ্তরের পরিচালক হিসেবে তার এ তথ্য জানার কথা কিনা এমন প্রশ্নে তিনি কোন তথ্য দিতে পারবেন বলে জানান। তবে অনুসন্ধানে জানা যায়, এক শিক্ষকের নামে একটি চেক অনুমোদন দেয়া হয়। মূলত সেই টাকা থেকেই এ টুর্নামেন্টের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।

এ ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি ও ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো: শামিমুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এ টুর্নামেন্ট সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের নামে একটি আবেদনপত্র এসেছিল। সেই হিসেবেই বরাদ্দ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা খেলতে না পারলে বিষয়টা খুবই দুঃখজনক।'

এদিকে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ এ টুর্নামেন্টকে নিজেদের দলীয় টুর্নামেন্ট দাবি করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘এ টুর্নামেন্টের বাজেটের একটি অংশ ছাত্রলীগ ম্যানেজ করেছে। এটা ছাত্রলীগের দলীয় টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে সহযোগীতা করেছে।’

তবে দৈনিক শিক্ষাডটকমের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী কোন মন্তব্য করতে রাজি হননি।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028951168060303