ভালো কলেজে ভর্তি নিয়ে শঙ্কায় মেধাবী শিক্ষার্থীরা

দৈনিকশিক্ষা ডেস্ক |

করোনা মহামারির মধ্যে এবার মাধ্যমিকের রেকর্ড ফলাফলে উচ্ছ¡সিত শিক্ষার্থীরা। মাধ্যমিকের রেকর্ড পরিমাণ ফলাফলের পরে এবার শিক্ষার্থীদের লক্ষ্য ভালো কলেজে ভর্তি হওয়া। মাধ্যমিকের রেজাল্টের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই এখন তাদের ওপর ভর করেছে ভর্তির শঙ্কা। নামিদামি কলেজগুলোতে রয়েছে ভর্তির আসন নিয়ে প্রতিদ্ব›িদ্বতা। এ বছর মাধ্যমিকে যে পরিমাণ এ প্লাসের হার রয়েছে সে পরিমাণে নেই নামিদামি কলেজগুলোতে আসন সংখ্যা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য জানা যায়।

নিবন্ধে আরও জানা যায় কলেজের আসনের বিপরীতে এ প্লাসের সংখ্যা অনেক। যার ফলে মেধাবী শিক্ষার্থীদের ভালো কলেজে ভর্তি নিয়ে উৎকণ্ঠা রয়েছে। অপেক্ষমাণ ভালো শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী কলেজে ভর্তি নিয়ে রয়েছে শঙ্কায়। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, বিগত বছরগুলোর মতো এবারো উচ্চ মাধ্যমিকে ভর্তি করা হবে মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে। সেই হিসেবেই মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার পরই গত ৮ জানুয়ারি থেকে অনলাইনে কলেজগুলোতে ভর্তির আবেদন শুরু হয়। সে ক্ষেত্রে ভর্তিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সব বিষয়ের ওপর সর্বোচ্চ জিপিএর ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।

আর এক্ষেত্রে ভর্তির অগ্রাধিকার বিবেচনায় বিজ্ঞান বিভাগে সাধারণ গণিত উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞানে প্রাপ্ত জিপিএ বিবেচনায় আনা হবে। এবং মানবিক ও ব্যবসায় শাখা বিভাগের ক্ষেত্রে সমান জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তিতে পর্যায়ক্রমে নৈর্বাচনিক বিষয়গুলোতে অর্জিত গ্রেড পয়েন্ট বিবেচনায় আনা হবে। এছাড়াও সারাদেশে ১০টি শিক্ষা বোর্ডের পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তীর্ণ এসএসসি শিক্ষার্থীরাও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তির ক্ষেত্রে প্রতিযোগিতায় থাকবে শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সঙ্গে।

মাউশির পরিসংখ্যানে দেখা গেছে যে, ঢাকার কলেজগুলোর ভেতরে পরিচিত ভালোমানের কলেজ নটরডেমে ৩ হাজারের কিছু বেশি, ভিকারুন্ননেসা নুন স্কুল এন্ড কলেজে প্রায় ১ হাজার। তাদের নিজস্ব আসনের বাইরে খুব বেশি একটা আসন থাকে না। আইডিয়াল স্কুল এন্ড কলেজে ৭৫০, ঢাকা কলেজে ১ হাজার ৫০০, হলিক্রস কলেজে ৫০০, ঢাকা কমার্স কলেজে ৯৫০, সরকারি বিজ্ঞান কলেজে ৫০০, বদরুন্নেছা কলেজে ৮৫০, ঢাকা সিটি কলেজে ১ হাজার ২০০ ও রাজউক উত্তরা মডেল কলেজে ৫০০ আসন রয়েছে। এছাড়াও লালমাটিয়া গার্লস কলেজে ৬১৫, মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজে ৪৩২, ঢাকা বিজ্ঞান কলেজে ৩৭০, বিএএফ শাহীন কলেজে ৬০৬, তেজগাঁও কলেজে ৪০২, শেখ বোরহান উদ্দিন কলেজে ১৯৯, রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজে ৫৬৫, অগ্রণী স্কুল এন্ড কলেজে ১৯৮, সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজে ১৪০, নবকুমার ইনস্টিটিউশনে ১০০, এসওএস হ্যারমান মেইনার স্কুল এন্ড কলেজে ১০৩, সরকারি বাংলা কলেজে ৯৭২, মোহাম্মদপুর কেন্দ্রীয় ইউনিভার্সিটি কলেজে ২০৭, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস স্কুল এন্ড কলেজে ২০৯, সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজে ৩৪, নিউ মডেল ডিগ্রি কলেজে ২১৪, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে ৬০, সিদ্ধেশ্বরী কলেজে ৬৭১, সিদ্বেশ্বরী গার্লস কলেজে ৬৫১, শেরেবাংলা বালিকা স্কুল এন্ড কলেজে ৩০৯, সরকারি সোহরাওয়ার্দী কলেজে এক হাজার ৪৮৫, ঢাকা মহানগর মহিলা কলেজে ৫১৪টি আসন রয়েছে।

ভর্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসিতে উত্তীর্ণ সব শিক্ষার্থীই কলেজে ভর্তি হতে পারবে। প্রতি বছরই কলেজের আসন ফাঁকা থাকে। শিক্ষার্থী ভর্তি বিষয়ে কোনো সমস্যা হবে না।

আপাতদৃষ্টিতে শিক্ষার্থী ভর্তি বিষয়ে কোনো সমস্যা বা আসন সংখ্যা নিয়ে কোনো ঘাটতি না থাকলেও মেধাবী শিক্ষার্থীদের রয়েছে শঙ্কা ভালো কলেজে ভর্তি নিয়ে। মেধাবী শিক্ষার্থীরা যদি তাদের পছন্দ অনুযায়ী ভালো কলেজে ভর্তি না হতে পারে তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য তাদের মেধার মনন বিকাশ ঘটবে না। ঘাটতি থেকে যাবে ভালো মানের শিক্ষা গ্রহণ না করে মেধার বিকাশ না করার। ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে এসব শিক্ষার্থী তাদের কাক্সিক্ষত শিক্ষা অর্জন করতে পারবে না। এমতাবস্তায় দেশের শিক্ষাব্যবস্থা অনেকটা পিছিয়ে যাবে। তাই সরকারের উচিত শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর জন্য মেধাবী শিক্ষার্থীদের ভালো কলেজে ভর্তি নিশ্চিত করতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। তাহলেই বিকশিত হবে শিক্ষা ব্যবস্থা।

 

লেখক : সাদিয়া ইসলাম সম্পা, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।


পাঠকের মন্তব্য দেখুন
ধর্ম নিয়ে কটূক্তি: জবি ছাত্রী তিথির পাঁচ বছরের কারাদণ্ড - dainik shiksha ধর্ম নিয়ে কটূক্তি: জবি ছাত্রী তিথির পাঁচ বছরের কারাদণ্ড এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে - dainik shiksha একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে ভর্তি পরামর্শ: কলেজ পছন্দ জরুরি - dainik shiksha ভর্তি পরামর্শ: কলেজ পছন্দ জরুরি মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা যাবে না: হাইকোর্ট - dainik shiksha মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা যাবে না: হাইকোর্ট শিক্ষা ক্যাডারের নির্বাচনী হাটে এমপিও শিক্ষকের কপাল ফাটে - dainik shiksha শিক্ষা ক্যাডারের নির্বাচনী হাটে এমপিও শিক্ষকের কপাল ফাটে অন্ত*র্বাসে লুকানো ডিভাইস, ১০ মিনিটেই শেষ পরীক্ষা - dainik shiksha অন্ত*র্বাসে লুকানো ডিভাইস, ১০ মিনিটেই শেষ পরীক্ষা ১৩ শিক্ষকের ১৪ শিক্ষার্থী, সবাই ফেল - dainik shiksha ১৩ শিক্ষকের ১৪ শিক্ষার্থী, সবাই ফেল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর - dainik shiksha এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর please click here to view dainikshiksha website Execution time: 0.0027258396148682