মাদরাসায় গ্রন্থাগারিক নিয়োগে ১৯ শর্তে নীতিমালা তৈরির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক |

মাদরাসার গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক নিয়োগের জন্য ১৯ শর্তে নীতিমালা তৈরির প্রস্তাব করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানের মৌখিক নির্দেশে মাদরাসাগুলোতে গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক নিয়োগের মাদরাসাগুলোর জন্য এসব শর্ত প্রস্তাব করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, মাদরাসার সংশোধিত জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় দাখিল ও আলিম মাদরাসার স্টাফ প্যাটার্নে সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও ফাজিল ও কামিল মাদরাসায় স্টাফ প্যাটার্নে সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদ অন্তর্ভুক্ত আছে। এ পদগুলোতে নিয়োগের জন্য প্রতিষ্ঠান প্রধানের করা আবেদনের প্রেক্ষিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তর ডিজির প্রতিনিধি মনোনয়ন দেয়। 

এ পদগুলোতে নিয়োগের জন্য ১৯ শর্তে নীতিমালা তৈরির প্রস্তাব করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। শর্ত হিসেবে বলা হয়েছে, মাদরাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর, ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও পদের প্রাপ্যতা থাকতে হবে। পৃথক সুপরিসর কক্ষে একটি সমৃদ্ধ গ্রন্থাগার থাকতে হবে। দাখিল ও আলিম মাদরাসার গ্রন্থাগারের আয়তন নূন্যতম ৩০০ বর্গফুট হতে হবে। ফাজিল ও কামিল মাদরাসার গ্রন্থাগারের আয়তন নূন্যতম ৪০০ বর্গফুট হতে হবে। দাখিল ও আলিম মাদরাসার গ্রন্থাগারে কমপক্ষে ২ হাজার বই থাকতে হবে। ফাজিল ও কামিল মাদরাসার গ্রন্থাগারে কমপক্ষে ৩ হাজার বই থাকতে হবে। মাদরাসার প্রতি শ্রেণির জন্য কম পক্ষে ৩ সেট বই থাকতে হবে।

শর্ত হিসেবে আরও বলা হয়েছে, মাদরাসা গ্রন্থাগারে তাফসীর, উসুলে তাফসীর, হাদীস ( সিহাহ সিত্তাতসহ) উসুলে তাফসীর, ফিকহ, বাংলা, ইংরেজি ও আরবি অভিধান, আরবি ভাষা ও ব্যকরণসহ পর্যাপ্ত আরবি বই থাকতে হবে। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ইতিহাস ও ইসলামের ইতিহাস,বিজ্ঞান, আত্নজীবনীসহ যুগের চাহিদা মাফিক পর্যাপ্ত আরবি বই-পুস্তক থাকতে হবে। ক্যাটালগ সিস্টেম থাকতে হবে। পর্যাপ্ত রেফারেন্স বই থাকতে হবে। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক পৃথক সংযুক্ত বাথরুম থাকতে হবে। অন্তত ৩০ জন শিক্ষারর্থী একসাথে অধ্যয়নের সুব্যবস্থা থাকতে হবে। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পৃথকভাবে অধ্যয়নের সুব্যবস্থা থাকতে হবে। গ্রন্থাগারে পর্যাপ্ত চেয়ার, টেবিল, বুক সেলফ, র‌্যাক, আরমারীসহ প্রয়োজনীয় আসবাবপত্র থাকতে হবে।

গ্রন্থাগারে বিদ্যুৎ ব্যবস্থা ও পর্যাপ্ত ফ্যান থাকতে হবে। আইপিএস, ইন্টারনেট ও ওয়াইফাই কানেকশন থাকতে হবে। ই-বুক অধ্যায়নের সুবিধা থাকতে হবে।

মাদরাসাগুলোর এসব পদে নিয়োগে শর্তগুলো পূরণ করে মাদরাসাগুলোতে গ্রন্থাগার আছে কিনা এ বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক দাখিল ও আলিম মাদাসার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ফাজিল ও কামিল মাদরাসার ক্ষেত্রে জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসক সুনির্দিষ্ট মতামতসহ প্রত্যয়ন দেবেন।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এমপিওভুক্ত দাখিল আলিম মাদরাসায় সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে ও ফাজিল ও কামিল মাদরাসায় গ্রন্থাগারিক পদে নিয়োগে এসব শর্তে নীতিমালার প্রস্তাব করে তা কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগেরর সচিবের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিভাগ পরবর্তী নির্দেশনা দেবে। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE  করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024800300598145