মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে জমিয়াতুল মোদার্রেছীন নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক |

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক কে এম রুহুল আমীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাদরাসারা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদার্রেছীনের নেতারা। সোমবার (১৬ নভেম্বর) মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীর নেতৃত্বে সংগঠনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল মহাপরিচালকের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।  

এসময় শিক্ষক নেতারা মাদরাসা শিক্ষা ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। মহাপরিচালক কে এম রুহুল আমীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী উভয়ই যথেষ্ট মাদরাসা শিক্ষায় দরদী। মাদরাসা শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযুগী করে তোলার জন্য ইতোমধ্যেই অধিদপ্তরের টুকটাক সমস্যা সমাধানে আমরা নানামুখী কাজ শুরু করেছি। জমিয়াতুল মোদার্রেছীন কমপ্লেক্সে অবস্থিত মসজিদে গাউছুল আজমে বহুবার নামাজ আদায় করেছি। ইনশাআল্লাহ বিশ্বব্যাপী চলমান মহামারি করোনা সংকট স্বাভাবিক হলে জমিয়াতুল মোদার্রেছীন কমপ্লেক্সে এসে সংগঠনের নেতাদের সাথে মতবিনিময় করবেন বলে মহাপরিচালক মহোদয় উপস্থিত নেতাদের আস্বস্ত করেন।


 
এ সময় জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী মহাপরিচালকের সামনে মাদরাসা শিক্ষায় বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত মাদরাসা অধিদপ্তর প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত মাদরাসা ও শিক্ষকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু অতি দুঃখের বিষয় আজও মাদরাসা অধিদপ্তরের নিজস্ব কোন ভবন নেই। ফলশ্রুতিতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অধিদপ্তরটি স্থানান্তরিত হচ্ছে বিধায় শিক্ষকরা পথবিভ্রাটে পরছে। আমরা আশা করছি  যেমনভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক তেমনি ভাবেই তারই আন্তরিকতায় মাদরাসা শিক্ষা অধিদপ্তর নিজস্ব একটি ভবন ও স্থায়ী ঠিকানা হবে। 

একই সাথে মাদরাসার সহকারী গ্রন্থাগারিক ও ক্যাটালগার পদে জনবল নিয়োগে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আন্তরিক প্রচেষ্টা ও যথাযথ পদক্ষেপের কারণে নিরসন হয়েছে বলে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক নেতারা। একইসাথে মহাপরিচালকে দ্রুত মাদরাসার সহকারী গ্রন্থাগারিক ও ক্যাটালগার পদে জনবল নিয়োগের অনুমতি ও প্রতিনিধি মনোনয়ন দেয়ার অনুরোধ জানান তারা।
 
সভায় জমিয়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামি ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর ও জমিয়াত সহ-সভাপতি অধ্যক্ষ ড. কাফিল উদ্দীন সরকার ছালেহী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক অধ্যক্ষ মো. রেজাউল করিম, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. এজহারুল হক, ঢাকা মহানগর জমিয়াত সেক্রেটারী অধ্যক্ষ আবু জাফর মোঃ ছাদেক হাসান, সহকারী প্রচার সম্পাদক অধ্যক্ষ খালিদ সাইফুল্লাহ।


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.002500057220459