মামলা নিষ্পতিতে অগ্রণী ভূমিকা পালনে সম্মাননা পেলেন বিচারকরা

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : ২০২৩ খ্রিষ্টাব্দে মামলা নিষ্পতিতে অগ্রণী ভূমিকা পালনে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিচারকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) এই আদালতের সভাকক্ষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বিচারকদের হাতে  সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

এ বিষয়ে ঢাকার সিএমএম আদালতের সহকারী নাজির আনোয়ার হোসেন বলেন, ২০২৩ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মাসে সেরা নিষ্পত্তিকারী এবং সবচেয়ে বেশি সাক্ষ্যগ্রহণকারী বিচারকদের ঢাকার সিএমএম রেজাউল করিম ক্রেস্ট তুলে দেন। 

আনোয়ার হোসেন আরও বলেন, ২০২৩ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ সাক্ষ্যগ্রহণের জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিককে  সম্মাননা দেওয়া হয়েছে। এ ছাড়া সাক্ষ্যগ্রহণে প্রথম হয়েছেন তিনি। অপরদিকে, সর্বোচ্চ সাক্ষ্য গ্রহণের জন্য দ্বিতীয়তে রয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ও তৃতীয়তে তরিকুল ইসলাম।

আনোয়ার হোসেন জানান, ২০২৩ খ্রিষ্টাব্দের মার্চ মাসে সর্বোচ্চ সাক্ষীর জন্য ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনকে  সম্মাননা প্রদান করা হয়েছে। এ ছাড়া পর্যায়ক্রমে আতাউল্লাহ ও মাহবুব আহমেদ এই সম্মানে ভূষিত হন। তিনি বলেন, এপ্রিলে সর্বোচ্চ সাক্ষ্যগ্রহণ করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। এ ছাড়া পর্যায়ক্রমে রাজেশ চৌধুরী ও মো. শেখ সাদী এই সম্মানে ভূষিত হয়েছেন ।

সহকারী নাজির আরও বলেন, মে মাসে সর্বোচ্চ সাক্ষ্যগ্রহণের জন্য  সম্মাননা পেয়েছেন  ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। প্রথম হয়েছেন মাহবুব আহমেদ।

অপরদিকে, জুনে সর্বোচ্চ সাক্ষ্যগ্রহণের জন্য  সম্মাননা পেয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এবং প্রথম হয়েছেন ফারাহ দিবা ছন্দা। এ ছাড়া দ্বিতীয়তে আছেন মাহবুব আহমেদ ও তৃতীয়তে রাজেশ চৌধুরী। জুলাইতে সর্বোচ্চ সাক্ষ্যগ্রহণের জন্য  সম্মাননা পেয়েছেন রাজেশ চৌধুরী এবং তিনিই প্রথম হয়েছেন। পরবর্তীতে দ্বিতীয় হয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ও তৃতীয় সাইফুল ইসলাম। আগস্টে সর্বোচ্চ সাক্ষ্যগ্রহণের জন্য  সম্মাননা পেয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। এ মাসে দ্বিতীয় হয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদ ও তৃতীয় হন রাজেশ চৌধুরী।

সেপ্টেম্বরে সর্বোচ্চ সাক্ষ্যগ্রহণের জন্য  সম্মাননা পেয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। প্রথম হয়েছেন মো. শাকিল আহাম্মদ , দ্বিতীয় মাহবুব আহমেদ এবং তৃতীয় হন আতাউল্লাহ। পরে মাস অক্টোবরে সর্বোচ্চ সাক্ষ্যগ্রহণের জন্য  সম্মাননা পেয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। এ ছাড়া প্রথম অবস্থানে আছেন আতাউল্লাহ এবং দ্বিতীয় ফারজানা শাকিলা সুমু চৌধুরী। নভেম্বরে সর্বোচ্চ সাক্ষ্যগ্রহণের জন্য  সম্মাননা পেয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। এই মাসে দ্বিতীয়তে রাজেশ চৌধুরী ও তৃতীয়তে আতাউল্লাহ সাক্ষ্যগ্রহণের সম্মাননা পান। 

বছরের শেষ মাস ডিসেম্বরে সর্বোচ্চ সাক্ষ্যগ্রহণের জন্য  সম্মাননা পেয়েছেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। এ মাসে দ্বিতীয় মো. মামুনুর রশিদ ও তৃতীয় রাজেশ চৌধুরী।

সহকারী নাজির আনোয়ার হোসেন  বলেন, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন সর্বোচ্চ ১৪টি ক্রেস্ট পেয়ে প্রথম ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ৮টি ক্রেস্ট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তিনি আরও জানান, ২০২৪ খ্রিষ্টাব্দেও মামলা নিষ্পত্তির মাধ্যমে বিচার প্রার্থী জনসাধারণের মুখে হাসি ফোটানোর জন্য অধীনস্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী নির্দেশনা দিয়েছেন।

সূত্র : এনটিভি অনলাইন


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে - dainik shiksha একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে ভর্তি পরামর্শ: কলেজ পছন্দ জরুরি - dainik shiksha ভর্তি পরামর্শ: কলেজ পছন্দ জরুরি শিক্ষা ক্যাডারের নির্বাচনী হাটে এমপিও শিক্ষকের কপাল ফাটে - dainik shiksha শিক্ষা ক্যাডারের নির্বাচনী হাটে এমপিও শিক্ষকের কপাল ফাটে অন্ত*র্বাসে লুকানো ডিভাইস, ১০ মিনিটেই শেষ পরীক্ষা - dainik shiksha অন্ত*র্বাসে লুকানো ডিভাইস, ১০ মিনিটেই শেষ পরীক্ষা ১৩ শিক্ষকের ১৪ শিক্ষার্থী, সবাই ফেল - dainik shiksha ১৩ শিক্ষকের ১৪ শিক্ষার্থী, সবাই ফেল সনদ জালিয়াতিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে - dainik shiksha সনদ জালিয়াতিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর - dainik shiksha এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর please click here to view dainikshiksha website Execution time: 0.0026178359985352