জেলা শিক্ষা অফিস তছনছ, ছাত্রলীগের হামলায়

রংপুর অফিস |

Rangpur

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ায় ক্ষুব্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিস ভাঙচুর করেছে ।

রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীনুর রহমান সোহেলের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী বৃস্পতিবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খলিলুর রহমানের ওপর চড়াও হয়। পরে পুরো অফিসের আসবাবপত্র ভাংচুর ও কাগজপত্র তছনছ করে চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা দৈনিকশিক্ষাডটকমকে জানায়, শিক্ষা সপ্তাহের নিমন্ত্রণপত্রে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ছিল না। দাওয়াতও পাননি। বিষয়টি নিয়ে অফিসারের সঙ্গে কথা বলতে যান শাহীনুর রহমান। এ সময়ে অফিসার শাহীনুরসহ অন্যান্য নেতাদের কটুক্তি করেন। এরপরই উত্তেজিত হয়ে ভাংচুর চালান তারা্

এছাড়াও স্থানীয় টাউন হলে আয়োজিত আলোচনা সভার ব্যানার ও অতিথিদের জন্য রাখা ফুল ছিঁড়ে ফেলেছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রাথমকি শিক্ষা অফিসের এক কর্মচারী জানান, সকাল সোয়া ৯টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী হঠাৎ অফিসে এসে ভাঙচুর করে। এতে অফিসের চেয়ার-টেবিল-ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

কারা ভাঙচুর করেছে-এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কোন মন্তব্য না করলেও অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর কারণে ভাঙচুর করা হয়েছে বলে তিনি স্বীকার করেন।

এ ব্যাপারে অনুষ্ঠানের বিশেষ অতিথি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল বলেন, যারা এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে তারা কাজটি ঠিক করেনি। তিনি ওই দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ছাত্রলীগের নামে বহিরাগত সন্ত্রাসীরা ভাঙচুর করেছে বলে দাবি করে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। তিনি বলেন, ছাত্রলীগ কখনোই এমন ন্যাক্কারজনক কাজ করতে পারে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে রংপুরে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অধিদফতর রংপুর বিভাগীয় উপ-পরিচালক মহিউদ্দিন আহম্মেদ তালুকদার, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান শফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।


পাঠকের মন্তব্য দেখুন
যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি please click here to view dainikshiksha website Execution time: 0.0097429752349854