দৈনিক শিক্ষাডটকম, সাতক্ষীরা : ঘুষ-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমানকে বদলি করা হয়েছে। তাকে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন দেয়া হয়েছে। তার পরিবর্তে সাতক্ষীরা সদরে বদলি হয়ে আসছেন বটিয়াঘাটার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে তাকে বদলির আদেশটি প্রকাশ করা হয়। তার বদলির আদেশে সন্তোষ ও মহাপরিচালকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদর উপজেলার শিক্ষক-কর্মচারীরা।
আরো পড়ুন : শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির জানান, জাহিদুর রহমানকে খুলনার বটিয়াঘাটায় বদলি করা হয়েছে। আর বটিয়াঘাটার মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলকে সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে, জাহিদুর রহমানকে বদলির খবরে উল্লাস প্রকাশ করেছেন শিক্ষকরা। তবে তাকে বদলির মতো ন্যূনতম শাস্তিতে ক্ষোভ জানিয়েছেন কেউ কেউ।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক জানান, ২০১৬ খ্রিষ্টাব্দ থেকে এ পর্যন্ত ৭টি বছর ধরে রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষকদের জিম্মি করে কোটি কোটি টাকা আয় করেছেন জাহিদুর রহমান। আমরা মনে করেছিলাম, সাময়িক বরখাস্ত করে তাকে বিভাগীয় মামলার মুখোমুখি করা হবে। কিন্তু বদলির মতো সাধারণ একটা ব্যাপার ঘটাতে আমরা খুশি হতে পারছি না।
সাতক্ষীরা সদর উপজেলার মাদরাসা শিক্ষক জাফরউল্লাহ বলেন, জাহিদুর রহমানের মতো শিক্ষাদস্যু বদমেজাজী কর্মকর্তা সদর উপজেলা থেকে সরে গেলো। এতে আমরা খুশি। তার দুর্ব্যবহারের মুখে আমাদের পড়তে হবে না। মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বদলির বিষয়ে মন্তব্য জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আমাকে বদলি করেছে। মন্তব্য করার কিছু নেই।