সমন্বিত ভর্তি পরীক্ষা কত দূর

দৈনিক শিক্ষা ডেস্ক |

এইচএসসি পাস করা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুশ্চিন্তার অন্ত নেই। ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্ন প্রায় সবাই দেখেন। কিন্তু ভালো বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংখ্যা আর পাস করা শিক্ষার্থীদের সংখ্যার মধ্যে আকাশ-পাতাল ফারাক। তাই ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চরম প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। ছুটে বেড়াতে হবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে। সেটি কত কষ্টকর, তা ভুক্তভোগী মাত্রই জানেন।

সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যাপারে কথা হচ্ছে কয়েক বছর ধরেই। রাষ্ট্রপতি আবদুল হামিদ নিজেও আগ্রহ দেখিয়েছিলেন সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যাপারে। অনেক শিক্ষাবিদ শিক্ষার্থীদের বিড়ম্বনার কথা তুলে ধরে দিনের পর দিন লেখালেখি করেছেন। কিন্তু সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত এখনো হয়নি। জানা যায়, বড় বিশ্ববিদ্যালয়গুলো এ ব্যাপারে আগ্রহী নয়। তাদের আয় নাকি কমে যাবে! তাই এবারও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে দিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নাকের জল চোখের জল এক করতে হবে।

সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত করার জন্য একেকজন শিক্ষার্থী সাত-আটটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ্য অনেকেরই নেই। তা করতে গিয়ে কোনো শিক্ষার্থী হয়তো আগের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিল, পরের দিন যেতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তার পরের দিন আসতে হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ তাকে দৌড়ের ওপরই থাকতে হবে। আর তা করতে গিয়ে অনেক শিক্ষার্থী, এমনকি মেয়ে শিক্ষার্থীরও ঠিকানা হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের গাছতলা। সেখানেই বৃষ্টিতে ভিজতে হবে, রোদে শুকাতে হবে। ঝুঁকি নিয়ে রাতও পার করতে হয় সেখানেই। জরুরি প্রয়োজনে ওয়াশরুম ব্যবহারেরও সুযোগ হয় না অনেকের। এটা রীতিমতো অমানবিক। দেশের এপ্রান্তে-ওপ্রান্তে যাতায়াতের জন্য অর্থের পাশাপাশি মনোদৈহিক কষ্ট তো আছেই। কয়েক বছর ধরেই মেডিক্যাল কলেজগুলোতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হওয়ায় সেখানে শিক্ষার্থীদের এমন অমানবিক দুর্ভোগে পড়তে হয় না। তাহলে বিশ্ববিদ্যালয়গুলো কেন সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে পারছে না? বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষকদের জাতি ভিন্ন চোখে দেখে। শিক্ষার্থীদেরও অভিভাবক তাঁরা। তাই শিক্ষার্থীদের ভালো-মন্দ নিয়ে তাঁরা ভাববেন এমনটিই প্রত্যাশিত।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সরকারি অর্থেই পরিচালিত হয়। তাই সরকারকে সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে সঠিক সিদ্ধান্তে আসতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করে সেই সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নিতে হবে। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়গুলোও সেই উদ্যোগের প্রতি ইতিবাচক সাড়া দেবে।

সৌজন্যে: কালের কণ্ঠ


পাঠকের মন্তব্য দেখুন
একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই - dainik shiksha একাদশ শ্রেণির ক্লাস শুরু ৩০ জুলাই অবসর কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার ফের তাগিদ - dainik shiksha অবসর কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার ফের তাগিদ সুধা রানী হাদিসের শিক্ষক পদে : এনটিআরসিএর ব্যাখ্যা - dainik shiksha সুধা রানী হাদিসের শিক্ষক পদে : এনটিআরসিএর ব্যাখ্যা শরীফ-শরীফার গল্প বাদ যাচ্ছে পাঠ্যবই থেকে - dainik shiksha শরীফ-শরীফার গল্প বাদ যাচ্ছে পাঠ্যবই থেকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক - dainik shiksha শূন্যপদের ভুল চাহিদায় শাস্তি পাবেন কর্মকর্তা ও প্রধান শিক্ষক এক রুমে ৩৫ ছাত্রী অসুস্থ, পাঠদান বন্ধ - dainik shiksha এক রুমে ৩৫ ছাত্রী অসুস্থ, পাঠদান বন্ধ যৌ*ন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে - dainik shiksha যৌ*ন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.004824161529541