সান্ধ্য কোর্স চালু রাখা এই সময়ের দাবি

দৈনিকশিক্ষা ডেস্ক |

বেশ কিছুদিন ধরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান সান্ধ্যকোর্স নিয়ে ব্যাপক আলোচনা চলছে। পক্ষে-বিপক্ষে শিক্ষকদের অবস্থান। এ নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় বইছে। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি, বিশ্ববিদ্যালয় ও সুধীমহলে বিষয়টি নিয়ে ব্যাপক যুদ্ধ চলছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, সান্ধ্য কোর্সের বিপক্ষে অবস্থান নিয়েছেন অধিকাংশ মানুষ। কেন বিপক্ষে তার সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আমি যতোটুকু জেনেছি তা হলো, নিয়মিত কোর্সের মান ক্ষুণ্ণ হচ্ছে। শিক্ষকরা সান্ধ্য কোর্সে বেশি সময় দেন এবং এখানে বেশি টাকার লোভে অতি  উৎসাহী হয়ে কাজ করেন। তারা মূল কাজে আগ্রহ হারিয়ে ফেলেন। ক্ষতিগ্রস্ত হন নিয়মিত শিক্ষার্থীরা।

যদি সান্ধ্য কোর্স বন্ধ করা হয়, তাহলে কী ঘটবে তা বলছি। সান্ধ্য শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে পড়াবেন। সমস্যা থেকেই গেল। আমি মনে করি, সান্ধ্য কোর্স এখন যুগের চাহিদা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সীমিত আসনে সকল মেধাবী শিক্ষার্থী ভর্তি হতে পারে না। মেধাবীদের আজন্ম লালিত স্বপ্ন একটি ভালো বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা। তারা যদি সান্ধ্য কোর্সে ভর্তি হয়ে নিজেদের স্বপ্ন পূরণ করে উচ্চশিক্ষা অর্জন করতে পারেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন, এটা তো ভালো কাজ। তাছাড়া শিক্ষা মানুষের অধিকার; বিশেষ করে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে,তা আবার যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। অনেক বিদেশি শিক্ষার্থীরাও পড়ালেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদেশের মানুষের অধিকার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় বহন করবার। ঢাকা বিশ্ববিদ্যালয় ষোলো কোটি মানুষের অহংকার। তাই যে নামেই হোক সান্ধ্য বা দিবা সকলের জন্য উন্মুক্ত হোক এই বিদ্যাপিঠ। 

যদি সান্ধ্য কোর্স বন্ধ করা হয় তা হবে শিক্ষার সংকোচন নীতির শামিল, যেমন বৃটিশরা করেছিল। বরঞ্চ যুগের সাথে তালমিলিয়ে আরো নতুন নতুন কোর্স চালু করা প্রয়োজন। উন্নত দেশে সান্ধ্য কোর্সের মাধ্যমে ৮০-৯০ বছর বয়সেও শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করছেন। সান্ধ্য কোর্স বন্ধ হলে শিক্ষার অবারিত সুযোগ বন্ধ হয়ে যাবে; বঞ্চিত হবে লাখো লাখো শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বার বন্ধ হয়ে যাবে চিরতরে সকলের জন্য। অনেক মেধাবী পেশাজীবী এখান থেকে এমএড, এমবিএসহ বিভিন্ন ডিগ্রি নিয়ে কর্মদক্ষতা বৃদ্ধি করছেন; তা-ও বন্ধ হয়ে যাবে। 

বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অতিরিক্ত পরিশ্রম করে কিছু অর্থ উপার্জন করে সচ্ছল জীবনযাপন করছেন এবং জনগোষ্ঠীকে মানবসম্পদে পরিণত করছেন। তাদের মেধা ও শ্রম দিয়ে জাতি গড়ছেন। আমি এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, সান্ধ্য কোর্স  একটি যুগোপযোগী শিক্ষাপদ্ধতি। এটি বন্ধ করা যাবে না। এর পক্ষে যারা আছেন তারা সোচ্চার হোন।  সকল শিক্ষক এর পক্ষে থাকুন। আপনাদের ধন্যবাদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সান্ধ্য কোর্স শিক্ষা সম্প্রসারণে সহায়ক হবে; আপনারা এর পক্ষে থাকুন।

লেখক: অধ্যক্ষ মো. আবুল বাশার হাওলাদার, সভাপতি, বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0041191577911377