১৭ স্কুল-কলেজ নির্মাণসহ সাত প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক |

ঢাকা মহানগরীতে ১৭ সরকারী স্কুল-কলেজ নির্মাণ প্রকল্পের সংশোধনীসহ সাত প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৮৮ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে ছয়টি প্রকল্পের সব ব্যয় সরকারী তহবিল (জিওবি) থেকে মেটানো হবে। সাত প্রকল্পে সরকারের ব্যয় হবে এক হাজার ৪৩০ কোটি ৭৭ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৩৭ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে চারটি নতুন ও তিনটি সংশোধিত প্রকল্প। নতুন প্রকল্পগুলোর মধ্যে জামালপুর ও শেরপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৮৮ কোটি ৮১ লাখ টাকা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের জন্য ১৫৬ কোটি ৮৪ লাখ টাকা, মহিলা কারারক্ষীদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৯৩ কোটি ৯৭ লাখ টাকা এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের রাস্তা, ড্রেন নির্মাণ ও পুনর্নির্মাণ এবং বৃক্ষরোপণ প্রকল্পের জন্য ১৯১ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রকল্প বাস্তবায়নে নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৩৭ লাখ টাকা অর্থায়ন করবে।

সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১২০ কোটি ৫ লাখ টাকা, ঢাকা মহানগরীতে ১১টি সরকারী মাধ্যমিক বিদ্যালয় এবং ছয়টি মহাবিদ্যালয় স্থাপন প্রকল্পের জন্য ২৯৩ কোটি ৫ লাখ টাকা এবং মুন্সীগঞ্জ, ফরিদপুর, চাঁদপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট জেলায় ৫টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি ১৮ লাখ টাকা।

এমএ মান্নান বলেন, ঢাকায় ১৭ সরকারী স্কুল-কলেজ স্থাপন সংক্রান্ত প্রকল্পটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পের একটি। শিক্ষায় উচ্চ অগ্রাধিকারের দৃষ্টিতে এটি বাস্তবায়ন করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে, ক্রম বর্ধমান ঢাকা মহানগরীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য ভর্তির সুযোগ ও শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা।

একনেক সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীতে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২৯৩ কোটি ৫ লাখ টাকা। এ অর্থের পুরোটাই ব্যয় হবে সরকারের উন্নয়ন তহবিল থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর এটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির বাস্তবায়ন শেষ হবে ২০১৮ সালে। ১৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি প্রতিষ্ঠানের চারতলা পর্যন্ত নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে ও শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ তলা পর্যন্ত উর্ধমুখী সম্প্রসারণ কাজ চলমান রয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0047869682312012