ছুটি শেষ হলেও যোগদান করতে পারছেন না, বেতন বঞ্চিত শিক্ষক

যশোর প্রতিনিধি |

যশোরের অভয়নগর উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন মোল্যার মেডিকেল ছুটি শেষ হলেও কর্তৃপক্ষের অবহেলায় বিদ্যালয়ে যোগদান করতে পারছেন না। তাই, শারীরিক সুস্থতা প্রমাণের পড়ো স্কুলে যোগদান করতে না পারায় বেতন-ভাতা তুলতে পারছেন না তিনি। বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দৈনিক শিক্ষাডটকমকে অভিযোগ করে জানিয়েছেন শিক্ষক ইব্রাহিম মোল্যা।

হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন মোল্যা। ছবি : যশোর প্রতিনিধি  

যদিও যশোর জেলা শিক্ষা অফিসের দাবি, শিক্ষক ইব্রাহিম মোল্লা পাঠদানের জন্য সম্পূর্ণভাবে সুস্থ নন।  তাই স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তাকে যোগদান করতে দেয়া হচ্ছে না।

ভুক্তভোগী শিক্ষক ইব্রাহিম হোসেন মোল্যা দৈনিক শিক্ষাডটকমকে জানান, শারীরিক অসুস্থতার কারণে একমাস ছুটিতে কাটানোর পর চিকিৎসকের পরামর্শে গত ২০১৯ খিষ্টাব্দের ১৮ সেপ্টেম্বর থেকে বেডরেস্টে থাকার জন্য দুই মাসের ছুটির আবেদন করেন। অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা আবেদনটি সুপারিশ করে জেলা শিক্ষা অফিসে পাঠায়। তারপর দুই মাসের ছুটি মঞ্জুর হয়। দুই মাস ছুটি শেষে তিনি যোগদান করতে গেলে জেলা শিক্ষা অফিস থেকে জানানো হয়, যোগদান করতে সিভিল সার্জন অফিসের মেডিকেল বোর্ডের ফিটনেস সার্টিফিকেট লাগবে। 

তিনি দৈনিক শিক্ষাডটকমকে আরও বলেন, গত ২০১৯ খ্রিষ্টাব্দের ২৫ নভেম্বর যশোর সিভিল সার্জন অফিসে গঠিত মেডিকেল বোর্ড তাকে সুস্থ ঘোষণা করে জানান, বিদ্যালয়ে পাঠদানে তার কোন অসুবিধা হবে না। সিভিল সার্জন অফিসের মেডিকেল বোর্ডের প্রত্যয়নপত্র সংযোজন তিনি করে অভয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের আদেশ পেতে আবেদন করেন। উপজেলা শিক্ষা অফিস থেকে তাকে জানানো হয় বিষয়টি যেহেতু জেলা প্রাথমিক শিক্ষা অফিস পর্যন্ত গঁড়িয়েছে সেহেতু আপনার যোগদানের বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আক্ষেপ করে বলেন, বিষয়টি জানার পর থেকে আজ পর্যন্ত শিক্ষক ইব্রাহিম মোল্যা তার স্ত্রী ও শ্বশুরকে নিয়ে কয়েক মাস ধরে জেলা শিক্ষা অফিসে ঘোরাঘুরি করছি। কিন্তু এখনও পর্যন্ত বিদ্যালয়ে যোগদানের বিষয়ে কোন কূলকিনারা করতে পারছেন না। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যোগদান করতে না পারায় এবং বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে তাকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

যদিও ইব্রাহিম হোসেন মোল্যা ক্লাস শুরু করার মতো সম্পূর্ণ সুস্থ নন বলে দাবি করেছেন যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ইব্রাহিম মোল্যা চলাফেরা করতে পারেন না। ঠিক করে কথাও বলতে পারেন না। ২০১৯ খ্রিষ্টাব্দে সিভিল সার্জন তাকে শারীরিক ফিটনেসের প্রত্যয়ন দিয়েছে। কিন্তু তিনি ক্লাস নিতে পারেন না। স্কুলেও যান না।  স্ত্রী দিয়ে তিনি ক্লাস করান। এলাকার মানুষের অভিযোগের প্রেক্ষিতে তাকে যোগদান করতে দেয়া হয়নি। আগামী জুলাই মাসে নতুন করে মেডিকেল বোর্ডে তার আবারো ফিটনেস যাচাই করা হবে। শারীরিকভাবে তিনি সুস্থ থাকলে সব বকেয়া বেতন দিয়ে তাকে যোগদান করানো হবে। আর অসুস্থ্য থাকলে তার পাওয়া পরিশোধ করে অবসরে দেয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0024371147155762