ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক উল্টে ৩ ছাত্র নিহত

দৈনিকশিক্ষাডটকম,ময়মনসিংহ |

দৈনিকশিক্ষাডটকম,ময়মনসিংহ: টঙ্গীতে ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে তিন মাদরাসাছাত্র নিহত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১২ জন। গতকাল (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢালিবাড়ী মোড় ইউ টার্নের কাছাকাছি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তিন ছাত্র হলেন, সানাউল্লাহ সজল (১৯), সানাউল্লাহ সজল (১৯), ফজলু হক (১৮)।

সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানাউল্লাহ সজল (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ভালুকার পাইলাবর এলাকার ফারুক খানের ছেলে। এর আগে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে সানাউল্লাহ সজল (১৯) । ফজলু হক (১৮)  নামের এক শিক্ষার্থীকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তাঁরা সবাই ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরামার শিক্ষার্থী। 

ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরামার প্রতিষ্ঠাতা হাতেম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতরাতে দুর্ঘটনাস্থলে নাঈম মারা যান। গুরুতর আহত ফজলু হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। আজ (সোমবার) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানাউল্লাহ সজল মারা গেছেন।’ 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘ভালুকায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালে মোট ১৩ জন ভর্তি হয়েছিলেন। এর মাঝে সানাউল্লাহ সজল নামে একজন মারা যান সকালে। বাকি ১২ জনের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন আছেন। ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা গেছেন বলে শুনেছি।’ 

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘ভালুকা জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরামার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব

ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যান। মোনাজাত থেকে সবাই একটি ট্রাকে করে মাদরামায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ভালুকা উপজেলার ঢালিবাড়ী মোড় ইউ টার্নের কাছাকাছি আসতেই ট্রাকের সামনে থাকা একটি কাভার্ডভ্যান ইউ টার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক করেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকে থাকা সবাই আহত হন ও নাঈম আকন্দ নামে এক শিক্ষার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।’ 

এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।


পাঠকের মন্তব্য দেখুন
কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0024650096893311