এইচএসসি পরীক্ষার্থীদের মোবাইল জব্দ, শিক্ষককে অব্যাহতি

দৈনিক শিক্ষাডটকম, গোপালগঞ্জ |

গোপালগঞ্জের কোটালীপাড়া-২ কেন্দ্রের টিটি স্কুলের ৪০৭ নং কক্ষ। এইচএসসি পরীক্ষার ওই কক্ষে গত ২ জুলাই কক্ষপ্রধান ছিলেন সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিন মোল্লা। পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ার নিয়ম না থাকায় পরীক্ষার্থীদের কাছ থেকে পাঁচটি মোবাইল জব্দ করেন তিনি। সেগুলো সব আবার স্মার্ট ফোন। ঘটনার পরদিনই তার হাতে পৌঁছে অব্যহতিপত্র। এরপর আশরাফ উদ্দিন মোল্লা অভিযোগ করেন, মোবাইল উদ্ধারের কারণে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। যদিও কেন্দ্র সুপারের দাবি, ওই মোবাইল দিয়ে নকল না করায় মৌখিক সতর্ক করে শিক্ষার্থীদের হাতে তা দিয়ে দেয়া হয়েছে। আর কক্ষে ডিউটিরত শিক্ষক আশরাফ উদ্দিন মোল্লা নিয়ম লঙ্ঘন করে কক্ষের ভিতর মোবাইল নিয়ে গিয়েছিলেন বলে এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেবো।

এদিকে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন নেছারউদ্দিন তালুকদার স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আশরাফ উদ্দিন মোল্লা।

বৃহস্পতিবার (৪ জুন) অভিযোগে তিনি জানান, গত ২ জুলাই কোটালীপাড়া-২ কেন্দ্রের টিটি স্কুল ভেন্যুর ৪০৭ নং কক্ষে কক্ষপ্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম। ওই কক্ষের পাঁচ পরীক্ষার্থী  অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেটের মাধ্যমে পরীক্ষায় নকল করছিল। আমি তাতে বাধা দিয়ে তাদের কাছ থেকে মোবাইল জব্দ করি। সেটগুলো ভেন্যুর ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার রায়ের কাছে জমা দিই। পরে আমি বিষয়টি হল সুপার ললিত কুমার বৈদ্য, সংযুক্ত কর্মকর্তা ও কোটালীপাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লাকে জানাই। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে মোবাইল ফেরত দেয়া হয়। যুব উন্নয়ন কর্মকর্তা কেন্দ্র সুপারের প্ররোচণায় আমাকে ৪ জুনের পরীক্ষার ডিউটি থেকে অব্যাহতি দেন। আমি যাতে নকল বন্ধ করতে না পারি এজন্য আমাকে কেন্দ্রের ডিউটি থেকে অব্যাহতি দেয়া হয়। পরে যুব উন্নয়ন কর্মকর্তার কাছে আমাকে অব্যাহতি দেয়ার কারণ জানতে চাইলে, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ বলে আমাকে জানান।

কোটালীপাড়া কাজী মন্টু কলেজ কেন্দ্রের সুপার ললিত চন্দ্র বৈদ্ধ বলেন, ‘গত ২ জুলাই বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার সময় ছাত্ররা মোবাইল নিয়ে এসেছিল। কিন্তু মোবাইল দিয়ে কোনো নকল করা হয়নি। পরীক্ষা শেষে মোবাইল নেয়ার সময় শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে। ওই কক্ষে ডিউটিরত শিক্ষক আশরাফ উদ্দিন মোল্লা নিজেও নিয়ম লঙ্ঘন করে কক্ষের ভেতর মোবাইল নিয়ে গিয়েছিলেন। কক্ষের ভেতর তার মোবাইল নেয়ার অধিকার নেই। কিন্তু তিনি মোবাইল নিয়ে যে অন্যায় করেছেন এ বিষয়ে আমরা পদক্ষেপ নেবো।’

কেন্দ্রের সুপার মোবাইল জব্দের বিষয়টি স্বীকার করলেও যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্লা বলেন, ‘ওই শিক্ষক কোনো মোবাইল ফোন জব্দ করেননি। কিংবা ওই মোবাইল কারও কাছে জমাও দেননি। তিনি মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন।’ তিনি আরো বলেন, ‘ওই শিক্ষক নিয়ম ভেঙে হলের মধ্যে নিজের মোবাইল ফোন ব্যবহার করেছেন। তিনি প্রতি বছর পরীক্ষার ডিউটিতে এসে বিভিন্ন রকম ঝামেলা করেন বলে অভিযোগ রয়েছে। তাই তার ডিউটি ঘুরিয়ে দেয়া হয়েছে মাত্র।’

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার বলেন, ‘আমরা ওই শিক্ষকের অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি - dainik shiksha শিক্ষা ব্যবস্থাপনায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha কারিগরি শিক্ষকদের অক্টোবর মাসের এমপিওর চেক ছাড় সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা - dainik shiksha সরকারি কর্মচারীদের ৯ দফা নির্দেশনা স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার - dainik shiksha স্কুল-কলেজে বেতন ছাড়া সব ফি বেঁধে দিলো সরকার সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা - dainik shiksha সব শিক্ষকের স্বার্থ সংরক্ষণ করে বদলির নীতিমালা : সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম - dainik shiksha ঢাবিতে মুক্তিযোদ্ধা কোটা রেখেই ভর্তি কার্যক্রম ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত - dainik shiksha ক্যামব্রিয়ানের বাশারকে গ্রেফতারের দাবিতে আন্দোলন অব্যাহত শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: অষ্টম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক - dainik shiksha ছাত্ররাজনীতি বন্ধ করা কল্যাণের হবে না: ছাত্রদল সম্পাদক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক please click here to view dainikshiksha website Execution time: 0.0026161670684814