বুধবার সকাল ১১টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএর) কর্মকর্তা ও কর্মচারীরা নিজ অফিসেই অবরুদ্ধ। অকার্যকর সনদেই মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের দাবিতে চলিশোর্ধ্ব শদুয়েক নারীপুরুষ আজ বেলা এগারোটা থেকে রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএ অফিসের সবাইকে অবরুদ্ধ করে রাখেন। অবরুদ্ধ থাকায় তারা দুপুরের খাবার খেতে ও পারেননি বলে দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ তারা এনটিআরসি অফিসে এসে গেট বন্ধ করে রাখে । বাইরে থেকে তালা দিয়ে চাবি নিয়ে চলে যান বহিরাগতরা। সকাল এগারোটা থেকে কেউ অফিস থেকে বের হতে বা বাইরে থেকে ঢুকতে পারেননি। অফিসের মেইন গেটে তারা অবস্থান করছেন। অথচ শিক্ষক পদে নিয়োগের কোনো যোগ্যতাই নেই। বহু বছর আগে তাদের সনদের মেয়াদ ও বয়স (৩৫) পার হয়ে গেছে। তাছাড়া তাদের সনদ শুধু আবেদন করার যোগ্যতার, সরাসরি চাকরির জন্য নয়। তবুও তারা গত ৫ আগস্টের পর বেশ কয়েকবার এসে অফিসে ঝামেলা করেছেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসিএর চেয়ারম্যান ও সচিব গত সপ্তাহে অন্যত্র বদলি হয়ে গেছেন।
অবরোধকারীদের দেয়া স্মারকলিপি প্রধান উদেষ্টার দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।