এসএসসি ও সমমান : ৪৮ পরীক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক |

আজ শনিবার এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৮ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন এসএসসির পদার্থবিজ্ঞান, বাংলাদের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যাংকিং ও ফিন্যান্স পরীক্ষায় সারাদেশের ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছেন। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিলের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও ভোকেশনালের পদার্থবিজ্ঞান-২ পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন সারদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৫ হাজার ২৪৩ জন।

শনিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কারের বিষয়টি জানানো হয়। তবে, প্রশ্নফাঁস হওয়ায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান পরীক্ষা স্থগিত ছিলো। তবে, এ বোর্ডের বাংলাদের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যাংকিং ও ফিন্যান্স পরীক্ষা হয়েছে।

জানা গেছে, শনিবার এসএসসির পদার্থবিজ্ঞান, বাংলাদের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যাংকিং ও ফিন্যান্স পরীক্ষায় নয়টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৭৮ হাজার ১১৬ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু এ পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৬০ হাজার ৯২২ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ১৯৪ জন। 

এদিন এসএসসি পরীক্ষায় সারাদেশে ১৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনই রাজশাহী বোর্ডের পরীক্ষার্থী। আর ঢাকা বোর্ডের ১ জন, যশোর বোর্ডের ১ জন, কুমিল্লা বোর্ডের ২ জন, দিনাজপুর বোর্ডের ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ জন পরীক্ষার্থী এদিন বহিষ্কৃত হয়েছেন।    

জানা গেছে, এসএসসির পদার্থবিজ্ঞান, বাংলাদের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ব্যাংকিং ও ফিন্যান্স পরীক্ষায় ঢাকা বোর্ডের ৪ হাজার ৫৬৬ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৮৭২ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ২০১ জন, যশোর বোর্ডের ২ হাজার ৭৭ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৮৬৪ জন, সিলেট বোর্ডের ১ হাজার ২৩১ জন, ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ১২১ জন এবং দিনাজপুর বোর্ডের ১ হাজার ১০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। 

এছাড়া শনিবার মাদরাসা শিক্ষা বোর্ডর অধীনে দাখিলের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের পদার্থবিজ্ঞান-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, দাখিলের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ১১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ পরীক্ষায় অনপস্থিত ছিলেন ১১ হাজার ৩৫৩ জন পরীক্ষার্থী।

আর এসএসসি ও দাখিল ভোকেশনালের পপদার্থবিজ্ঞান-২ পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এ পরীক্ষায় ৬ হাজার ৬৯৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028440952301025