এসএসসি ও সমমানদ্বিতীয় দিনে ১২ শিক্ষক ও ৩২ পরীক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ২০ হাজারের বেশি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বন করায় সারা দেশে ৩২ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ১২ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। আর সারাদেশে অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী।

এসএসসির দ্বিতীয় দিনে রোববার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১৭ জন পরীক্ষার্থী ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ১২ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় সারাদেশে ১০ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

জানা গেছে, রোববার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ১৮ হাজার ৭৩২ জন। ২ হাজার ২৬৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, ২ হাজার ২৬৪টি কেন্দ্রে ১৪ লাখ ৮ হাজার ৪১৯ জন পরীক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী। 

এদিন ঢাকা বোর্ডের ২ জন, রাজশাহী বোর্ডের ৫ জন, কুমিল্লা বোর্ডের ১ জন, যশোর বোর্ডের ১ জন, বরিশাল বোর্ডের ৬ জন, দিনাজপুর বোর্ডের ১ জন ও রংপুর বোর্ডের ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। আর শুধু রাজশাহী শিক্ষা বোর্ডের ১২ জন কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে। 

বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ২ হাজার ৪৩৪ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ২৩০ জন, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৬৯৩ জন, যশোর বোর্ডের ১ হাজার ১৮৫ জন, চট্টগ্রাম বোর্ডের ৮১৬ জন, সিলেট বোর্ডের ৫৭৫ জন, বরিশাল বোর্ডের ৬৮৯ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৮৭ জন ও ময়মনসিংহ বোর্ডের ৬০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

 

এদিকে দ্বিতীয় দিনে দাখিলের আরবি প্রথম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৮ হাজার ৩৩২ জন। সারা দেশের ৭১৮টি কেন্দ্রে আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ২ লাখ ৪৮ হাজার ৪০৫ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪০ হাজার ৭৩ জন। 

এদিকে দ্বিতীয় দিনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৭৮ জন। 

জানা গেছে, সারা দেশের ৭০৯টি কেন্দ্রে এসএসসি ও দাখিল ভোকেশনালের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ১ লাখ ১৫ হাজার ২০৫ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৩ হাজার ১২৭ জন। 

আগামী মঙ্গলবার সকালে এসএসসির ইংরেজি প্রথম পত্র, দাখিলের আরবি দ্বিতীয় পত্র ও এসএসসি ভোকেশনালের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে - dainik shiksha একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে ভর্তি পরামর্শ: কলেজ পছন্দ জরুরি - dainik shiksha ভর্তি পরামর্শ: কলেজ পছন্দ জরুরি শিক্ষা ক্যাডারের নির্বাচনী হাটে এমপিও শিক্ষকের কপাল ফাটে - dainik shiksha শিক্ষা ক্যাডারের নির্বাচনী হাটে এমপিও শিক্ষকের কপাল ফাটে অন্ত*র্বাসে লুকানো ডিভাইস, ১০ মিনিটেই শেষ পরীক্ষা - dainik shiksha অন্ত*র্বাসে লুকানো ডিভাইস, ১০ মিনিটেই শেষ পরীক্ষা ১৩ শিক্ষকের ১৪ শিক্ষার্থী, সবাই ফেল - dainik shiksha ১৩ শিক্ষকের ১৪ শিক্ষার্থী, সবাই ফেল সনদ জালিয়াতিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে - dainik shiksha সনদ জালিয়াতিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর - dainik shiksha এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর please click here to view dainikshiksha website Execution time: 0.0047149658203125