স্কুল-কলেজের এমপিও নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসার এমপিও নীতিমালা সংশোধন করার দাবি করেছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে বৈষম্য ঘোচাতে মহার্ঘ ভাতাসহ বেশকিছু দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল শনিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অডিটোরিয়ামে সংগঠনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জহির উদ্দিন হাওলাদার।
সম্মেলনে সহকারী অধ্যাপক বা জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতি দ্রুত কার্যকর করা ও সহকারী শিক্ষকদের উচ্চতর (৮ম) গ্রেড প্রদানসহ ইনক্রিমেন্ট বৈষম্য নিরসনের দাবি তোলা হয়। সংগঠনের মহাসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন শিক্ষক-কর্মচারীদেরকে সরকারি নিয়মে বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান ও বদলি প্রথা চালুকরণসহ মাদরাসা জাতীয়করণের দাবি করেন।
এসময় সংগঠনের সভাপতি জহির উদ্দিন হাওলাদার বলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তর পৃথক করায় পদে পদে শিক্ষক-কর্মচারীদের বৈষম্যের শিকার হতে হচ্ছে। অধিদপ্তরের উদাসীনতায় আজও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাস্তবায়ন হয়নি এবং ইনক্রিমেন্ট বৈষম্য নিরসন হয়নি। ভুল ব্যাখ্যা দিয়ে সহাকারী শিক্ষকদের ৮ম গ্রেড দেওয়া হচ্ছে না। তিনি শিক্ষকদের সব যৌক্তিক দাবি পূরণে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়া তিনি আরও বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শিক্ষক-কর্মচারীদের জীবনযাপন কষ্টকর হয়ে পড়েছে। বর্তমান বেতন দিয়ে কারও মাস চলেনা। তাই শিক্ষক-কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘভাতা প্রদানের দাবি করেন তিনি।
এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি ফজলুল বারী বেলাল, ড. মো. মোখলেছুর রহমান, শহিদুল ইসলাম, সহসভাপতি মো. সামছুল কবির শামীম, মো. হোসনি মোবারক, তাসলিমা সুলতানা মুন্নী, আব্দুল কাদের জনি, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. ওয়ালিদ হোসেন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো. আতাউর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল মালেক, মো. গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক গুল মো. মাহবুবুল্লাহ, মো. আল-আমিন সরকার, নুরুল আমিন শিশির, মো. ফারুক রশিদ, পরিকল্পনা সম্পাদক সালেহ উদ্দিন জিন্নাহ, অর্থ-সম্পাদক খোরশেদ কবির মাসুদ, দপ্তর সম্পাদক আরিফ ইমাম, প্রচার সম্পাদক রাফি উদ্দিন শামীম, প্রকাশনা সম্পাদক মো. মোস্তাক আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক, মো. লালচাঁদ, মো. শাহিনুল ইসলাম, মো. মশিউর রহমান, মো. ওবায়দুর রহমান, মুসফিকা চৌধুরীসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতারা।