মেডিক্যালে ভর্তি আবেদন শুরু ১০ জানুয়ারি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ৯ জানুয়ারি। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রস্তাবনা থেকে এসব তথ্য জানা গেছে।

রবিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত সভায় উপস্থাপন করা হবে। ভর্তি পরীক্ষার প্রস্তাবনা থেকে জানা গেছে, বিদেশী শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি আগামী ৪ জানুয়ারি প্রকাশ করা হবে। দেশি শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে ৯ জানুয়ারি। ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ২৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনে আবেদন ফি জমা দেয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রস্তাবনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীদের রোল নম্বর প্রদান,  সিট প্ল্যান তৈরি, টেলিটকে সিট প্ল্যান প্রেরণ, প্রবেশপত্র তৈরি এবং অন্যান্য কার্যক্রম ২৬ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে সম্পাদন করা হবে। ভর্তিচ্ছুদের প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। যা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এদিকে ডেন্টাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। এই খসড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। খসড়ায় ভর্তি বিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমাসহ যাবতীয় বিষয় উল্লেখ করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা আজ বুধবার জানান, আগামী রোববার (২৪ ডিসেম্বর) এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একটি সভা রয়েছে। ওই সভায় বিডিএস ভর্তি পরীক্ষার খসড়া চূড়ান্ত করা হতে পারে। আগামী ১ মার্চ বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এমবিবিএস ভর্তি পরীক্ষার মতো বিডিএস ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো জানান, নির্বাচনের কারণে ২ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার তারিখে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়নি। এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি আয়োজন করা হবে। বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আগামী ১ মার্চ এ ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।

এর আগে গত বছরের ৫ মে ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার একদিন পর ৭ মে ফল প্রকাশ করা হয়। দেশের একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিক্যাল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪০টি।


পাঠকের মন্তব্য দেখুন
ধর্ম নিয়ে কটূক্তি: জবি ছাত্রী তিথির পাঁচ বছরের কারাদণ্ড - dainik shiksha ধর্ম নিয়ে কটূক্তি: জবি ছাত্রী তিথির পাঁচ বছরের কারাদণ্ড এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে - dainik shiksha একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২৬ মে ভর্তি পরামর্শ: কলেজ পছন্দ জরুরি - dainik shiksha ভর্তি পরামর্শ: কলেজ পছন্দ জরুরি মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা যাবে না: হাইকোর্ট - dainik shiksha মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা যাবে না: হাইকোর্ট শিক্ষা ক্যাডারের নির্বাচনী হাটে এমপিও শিক্ষকের কপাল ফাটে - dainik shiksha শিক্ষা ক্যাডারের নির্বাচনী হাটে এমপিও শিক্ষকের কপাল ফাটে অন্ত*র্বাসে লুকানো ডিভাইস, ১০ মিনিটেই শেষ পরীক্ষা - dainik shiksha অন্ত*র্বাসে লুকানো ডিভাইস, ১০ মিনিটেই শেষ পরীক্ষা ১৩ শিক্ষকের ১৪ শিক্ষার্থী, সবাই ফেল - dainik shiksha ১৩ শিক্ষকের ১৪ শিক্ষার্থী, সবাই ফেল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর - dainik shiksha এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর please click here to view dainikshiksha website Execution time: 0.0033998489379883