শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে প্রতিষ্ঠানকে : মহাপরিচালক

চট্টগ্রাম প্রতিনিধি |

‘করোনা মহামারিকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে সরকারি ও বেসরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিদ্যালয়গুলোকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত করে তোলার জন্যও স্কুলভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা জরুরি। স্কুলগুলোকে আদর্শ বিদ্যানিকেতনে পরিণত করার এখনই উৎকৃষ্ঠ সময়। ’ 

শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত ‘শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে ফেরা ও শিখন’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। 

সেভ দ্য চিলড্রেন এবং স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠনের (ইপসা) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। এতে চট্টগ্রাম জেলার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি, বিশেষজ্ঞ ও এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।  

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, করোনাকালে সংক্রমণ কমে আসার প্রেক্ষিতে আমরা বিদ্যালয় খুলে দিয়েছি। শিক্ষার্থীদের মধ্যে যেন কোনভাবেই সংক্রমণ না ছড়ায় সেদিকে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচি সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের মধ্যেও নিজ বিদ্যালয় পরিচ্ছন্নতার দায়িত্ববোধ জাগিয়ে তুলতে হবে।  

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) দেবব্রত দাশের সভাপতিত্বে এবং সহকারি পরিচালক মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক হোসাইন আহমেদ আরিফ ইলাহী, উপ পরিচালক (কলেজ) ড. গাজী গোলাম মাওলা এবং সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের পরিচালক (হিউমেনিটেরিয়ান) মোস্তাক হোসাইন।  

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান। কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন সেভ দ্য চিলড্রেনের উপ পরিচালক নাজমুন নাহার নুর। শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে ফেরা নিয়ে স্লাইড উপস্থাপন করেন সেভ দ্যা চিলড্রেনের অ্যাডুকেশন অ্যাডভাইজর কামাল হোসেন।  


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026650428771973