সার্ভার জটিলতায় অনলাইনে শিক্ষকদের এমপিও আবেদনে জটিলতা তৈরি হয়েছে। ইএমআইএস সফটওয়্যারে সমস্যার কারণে আবেদন প্রক্রিয়াকরণ করা যাচ্ছে না। উচ্চতর গ্রেড ও বিএড স্কেলের আবেদনও করতে পারছেন না শিক্ষকরা। ভুক্তভোগীদের দাবি, অক্টোবরের শুরু থেকেই সার্ভার ডাউন। অধিদপ্তরের সফটওয়্যারে লগইনই হচ্ছে না। এর ফলে এমপিও আবেদনে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। এদিকে ঘোষিত সময় অনুযায়ী আগামীকাল মঙ্গলবারই (৮ অক্টোবর) শেষ হচ্ছে আবেদনের সময়। এ সময়ের মধ্যে আবেদন করতে না পারলে দুই মাসের বেতনবঞ্চিত হওয়ার শঙ্কায় ভুগছেন নতুন শিক্ষকরা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিত শিক্ষক দৈনিক শিক্ষাডটকমকে এমনটাই জানিয়েছেন।
বরিশাল মহানগর কলেজের প্রভাষক মো. আরিফুর রহমান বলেন, আমি নতুন এমপিও’র জন্য ১ অক্টোবর থেকে অনলাইনে ইএমআইএস সফটওয়্যারে আবেদন করার চেষ্টা করছি। কিন্তু কোনোভাবেই লগইন করতে পারছি না, মাঝে মাঝে লগইন হলেও কাজ করা যাচ্ছে না।
বরিশাল সদরের পানি উন্নয়ন বোর্ড হাইস্কুলের আরেক শিক্ষক মো. আবুবকর সিদ্দিক বলেন, আমি উচ্চতর গ্রেডের জন্য গত ৩ অক্টোবর থেকে অনলাইনে আবেদন করার চেষ্টা করছি। একইভাবে নতুন শিক্ষকরাও নতুন এমপিও করার জন্য আবেদন করতে পারছেন না।
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমএস সেলের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমাদের সার্ভার ডাউনের কারণে এ সমস্যা হচ্ছ। এটা দ্রুত উন্নতির জন্য কাজ চলছে। আশাকরি শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
মাউশি অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন দৈনিক শিক্ষাডটকমকে জানান, আমরা চেষ্টা করছি দ্রুত এ সমস্যার সমাধান করার জন্য। আশাকরি শিগগিরই শিক্ষকরা আবেদন করতে সক্ষম হবেন।