চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, আহত ২

চবি প্রতিনিধি |

গায়ে ধাক্কা লাগার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারধরের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকের এ ঘটনায় ছাত্রলীগের এক কর্মী ও এক সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন।

ক্যাম্পাসের শহীদ আবদুর রব হলের মাঠে এই ঘটনার সূত্রপাত হয়। মারামারিতে জড়িত গ্রুপ দুটি হলো সিএফসি ও সিক্সটি নাইন। সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটি নাইনের নেতাকর্মীরা সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারি হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে ক্যাম্পাসের শহীদ আবদুর রব হলের মাঠে ‘স্কিটো কার্নিভাল’ নামে একটি কনর্সাট হয়। কনসার্টে উপস্থিত ছিলেন সিএফসি ও সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা। ৬টার দিকে মঞ্চের সামনে দাঁড়ানো দুই গ্রুপের কয়েকজন নেতাকর্মীর গায়ে ধাক্কা লাগা নিয়ে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে সিএফসির নেতা-কর্মীরা শহীদ আবদুর রব হল থেকে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সিক্সটি নাইনকে ধাওয়া দেন। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে ছিলেন। পরে তারা বিষয়টি সমাধান করে মঞ্চে উঠে সবাইকে শান্ত হতে বলেন। এরপর অনুষ্ঠান আবার শুরু হয়।

রাত ৮টার দিকে অনুষ্ঠান শেষ হলে ক্যাম্পাসের জিরো পয়েন্টে এলাকায় আবার ঝামেলা বাধে। ঘটনাস্থলে সিক্সটি নাইনের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ভাষ্কর চক্রবর্তী আহত হন। পরে সিএফসি কর্মী সন্দেহে  বাংলা বিভাগের নেয়াজ আরেফিনকে মারধর করেন সিক্সটি নাইনের কর্মীরা। তবে নিয়াজ আরেফিন কোনও রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না বলে জানান তার সহপাঠীরা। দুজনকেই বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক ডা. মোস্তফা কামাল হোসেন বলেন, ‘দুইজন আঘাতপ্রাপ্ত শিক্ষার্থী এসেছিল। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিয়েছি।’

প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, দুই পক্ষের নেতা–কর্মীদের সংযত থাকতে বলা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘জুনিয়রদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।’

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন টিপু বলেন, ‘তখনই ঝামেলা মিটে গেছে। সবাই এক সঙ্গে থাকলে একটু ঝামেলা হতেই পারে। তবে আমরা বড় হতে দেইনি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


পাঠকের মন্তব্য দেখুন
রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0025830268859863