স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

এমপিও নীতিমালার শর্ত শিথিল করে স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তিসহ ৭ দাবি জানিয়েছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া প্রতিবছর চালু রাখা, ফরম পূরণকৃত সব শিক্ষার্থীকে পরীক্ষা হিসেবে গণ্য করা এবং স্বীকৃতির নম্বর পুনর্বহাল রাখাও তাদের দাবি। এসব দাবি পূরণ না হলে তারা রাজপথে নামার হুমকিও দেন।

বুধাবার (১৪ জুন) রাজধানীর সেগুনবাগিচায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আগামী ১৭ জুলাই সারাদেশের ননএমপিও শিক্ষক-কর্মচারীরা ঢাকার জাতীয় প্রেসক্লাবের জমায়েত হবেন। সেখান থেকে প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে সকাল এগারোটায় প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারীরা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম। বিদ্যমান এমপিও নীতিমালায় স্কুল ও মাদরাসার ক্ষেত্রে কিছুটা সহনীয় হলেও কলেজের ক্ষেত্রে খুবই কঠিন হয়েছে বলে দাবি করেন তিনি। মফস্বল এলাকায় নীতিমালা অনুসারে কাম্য শিক্ষার্থী পাওয়া কলেজের জন্য অসম্ভব হয়ে উঠেছে। এর ফলে একাদশ শ্রেণিতে চলতি ভর্তিবর্ষে অনেক কলেজে একজনও ভর্তি হননি। আবার কোথাও দশ জন করে।    

ননএমপিও শিক্ষকদের দাবির মধ্যে আরো রয়েছে, প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে বিদ্যমান শূন্য নম্বরের বিধান তুলে দিয়ে প্রাপ্যতা অনুযায়ী নম্বর দিতে হবে। ডিগ্রি কলেজের শর্তাবলী পূনর্বিচেনা করে আবেদনের আওতায় আনা এবং সর্বশেষ তিন বছরের পাবলিক পরীক্ষার ফল বিবেচনা করতে হবে।    

আহ্বায়ক বলেন, অধিকাংশ ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী দুই দশক বা তারও বেশি সময় ধরে বিনাবেতনে চাকরি করছেন। অনেকের ননএমপিও থেকেই অবসরে গেছেন, কেউ কেউ মৃত্যবরণ করেছেন। আবার অনেকের চাকরির বয়স আছে মাত্র ৫ থেকে ৭ বছর। এ কারণে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করে সরকার এই সমস্যার সমাধান করবে বলে আমরা প্রত্যাশা করি। 

যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ইমরান বিন সোলায়মানসহ আরো অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

 


পাঠকের মন্তব্য দেখুন
ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষা কর্মকর্তা রেবেকার অনিয়মই যেনো নিয়ম! - dainik shiksha শিক্ষা কর্মকর্তা রেবেকার অনিয়মই যেনো নিয়ম! সনদ জালিয়াতিতে শনাক্ত আরো কয়েকজন নজরদারিতে - dainik shiksha সনদ জালিয়াতিতে শনাক্ত আরো কয়েকজন নজরদারিতে শিক্ষা প্রশাসনে বড় রদবদল - dainik shiksha শিক্ষা প্রশাসনে বড় রদবদল আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি - dainik shiksha আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি প্রশ্নফাঁসে শিক্ষক চাই না - dainik shiksha প্রশ্নফাঁসে শিক্ষক চাই না please click here to view dainikshiksha website Execution time: 0.0028281211853027